অনিকা সুলতানা’র কবিতা
মৃত্যু
অপ্রিয় সত্যের অপর নাম
আর দেখা হবে না প্রভাতের
সেই অরুণ রাঙা আলো,আর দেখা হবে না
বাতাসের মৃদুমন্দ দোলায়িত প্রকৃতি
দেখা হবে না গোধূলি,
রাতের আকাশ, ফসলের মাঠ, হবে না
জীবনের তাগিদে ছুটে চলা,হবেই
বা কি করে জীবনটাই তো নেই
উদভ্রান্ত আজ আত্মার অন্তিম নীলিমায়।।
কোথায় জীবনের সেই পারাবার?
যেই পারাবারই চির অমৃত্যু পথের দ্বার!
প্রতীক্ষা
কোন এক ইন্দ্রজালের সুপ্ত বাঁশরি উঁকি দিয়ে
তোমাকে ডাকছে প্রতীক্ষার সপ্তসিন্ধুর পাড়ে,
নোনাজলের এক মহাসমুদ্র, দিগন্তে আকাশ মিশেছে
মিশে নি শুধু মহাকালের গহ্বরে মিলিয়ে যাওয়া
কালের ঘন্টা, দিবানিশি তোমারই টানে অকূল আহ্বান
আমি দেখেছি
আমি দেখেছি শ্রাবনের আকাশের তপ্ততা,
দেখেছি কালের গর্ভে বিলীন হতে
সততা ও নিরাপত্তা।
দেখেছি সুখের সাগরে বৃষ্টির প্লাবন,
রক্তাক্ত মন মেঘের ভেলায় উড়ন্ত গগন।
দেখেছি হাজারও জীবন রাস্তায় গড়াগড়ি,
দেখেছি মিষ্টি আবেশ...