শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আগুনের তাপ : মাহবুব পলাশ

তোমার অগ্নিশিখা আমায় পোড়াবে না আর
কারন যে অলৌকিক রৌদ্রময় গৌধুলী হটিয়ে
যে আগুনের তাপ আমি অনুভব করেছি,
সেই দীপ্তিমান রেখার কুন্ডুলীতে আজো
আমি আপাদমস্তক কেঁপে উঠি রক্তিম আভায়
মেঘের খ্যাপা ডম্বরু গুঞ্জরিত তানে।

আমার বক্ষে জ¦লে উঠছে আজো
সেই প্রাচীণ রহস্য জ্যোতির্ময়
উজ¦ল আলোয় জেগে উঠে তবু আগুনের হলকা
কখনো ভয়ার্ত আর্তনাদে কেন এতো অশ্রু ঝরে
অধোস্ফুট কোমল সঙ্গীত আজো
উষ্ণতার বেড়িতে আচ্ছন্ন রক্তাভ উজ্বল্যে।

অদৃষ্টের সীমারেখা ডিঙ্গানো অন্তিম গস্থব্যে
রুপালী নক্ষত্র আজো মিটিমিটি জ্বলে
ধূসর প্রান্ত মাড়িয়ে আজ আমি অগ্নিতাপে
অঢেল বৈভব কালস্রোতে লক্ষভ্রষ্ট ছাইভস্ম
নিরুত্তাপ সোনালী স্নানে হিম আলোকমালায়
তোমার প্রণয়খেলার রুপালি চাকায়।