
সূচয়ন ওপেন হার্ট অপারেশান :: আপডেট – ১০ : সুস্থতার পথে সূচয়ন, কৃতজ্ঞতা মহান সৃষ্টিকর্তা ও বন্ধু-স্বজন
খবরিকা আর্কাইভ, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে প্রফেসর ডা: গফুর সাহেব এর তত্বাবধানে গত ২৪ আগষ্ট, বৃহস্প্রতিবার সকাল ৮ টা থেকে দুপুর ১২টা নাগাদ ওপেন অপারেশান সফলভাবে সুসম্পন্ন হয়েছে। অপারেশানকালে, আগে ও পরে সময় দিচ্ছেন অনেক বন্ধু - স্বজন। কেউ কেউ ব্লাড ডোনার নিয়ে ও উপস্থিত ছিলেন। ধন্যবাদ সহ কৃতজ্ঞতা সূচয়নের পাশে থাকা সকল বন্ধুকে। অপারেশান পরবর্তিকালে ও চিকিৎসকগনের নিবিড় তত্বাবধান শেষে অবশেষে ২৮ আগষ্ট, সোমবার বিকেলে সূচয়নকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালে বন্ধুদের ভারপ্রাপ্ত তত্বাবধানকারী আতিক উল্লাহ জানিয়েছেন সূচয়নকে আগামী বৃহস্প্রতিবার এর পর প্রাথমিক ছুটি দিবেন। তবে আরো এক সপ্তাহ আসেপাশে থেকে কিছু পরিচর্যা শেষে বাড়ী আসার অনুমতি দিবেন।
বর্তমানে সূচয়ন আছেন ওয়ার্ড-১১, ৬ষ্ট তলাতে দেয়া হয়েছে। ভিজিটিং সময়ঃ সকাল ৭.০০ - ৮.০০ টা বিকাল ৩.০০ - ৫.০০ টা।
আমবাড়িয়ার বাড়ীর পাশের ভাগীনা আকবর...