
চট্টগ্রামের আঞ্চলিক ভাষাকে গানের সুরে ছড়িয়ে দিতে চান সুরকার ও গীতিকবি আহসান আরিফ
খবরিকা আর্কাইভ, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিনোদন, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ::
‘"আধা রাইতুত আঁজি যাইগো তোঁয়াই ন পাই মন, তোঁয়ার লাই বুলি বুক ফাডি যার ও পরানর ধন’" আহা কি গানের ছন্দ। কি রসালো কথায় বউকে কাছে ডাকার আহবান, সত্যিই মন কেড়ে নেবার মতোই। বলছি আহসান আরিফ এর দুবাই ওয়ালার বউ ’ শিরোনামের গানটির কথা। গীতিকবি আহসান আরিফ এর সুর ও কন্ঠে ছোট্ট গানটি ইউটিউব থেকে ফেসবুকে বেশ সুনাম কুড়াতে দেখা গেছে। টিক টকে যা ব্যাপকভাবে আলোচিত। প্রবাসি এই গীতিকবি ও সুরকার ইতিমধ্যে নিজের লেখা ও সুরে প্রেমর আলাপ’ শিরোনামে গানটি দিয়ে ও আলোচনায় এসেছিলেন। সঙ্গীত জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন তারই লিখা কায়সার হামিদের কন্ঠে "অ ভাবী ভাবীরে মনত ন মানের আর বিয়ে গরাই দনা" গানটি দিয়ে। তিনি ২০০৪ থেকে গান লিখলেও গীতিকবি হিসাবে সবার কাছে পরিচিতি পান "অ ভাবী " শিরোনামের গানটি দিয়ে। তার পর থেকে তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি আর। একের পর এক গান লিখার আহবান আসে। তার উল্লেখ যগ্য গান গুলি মধ...