শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ক্ষমা করে হে পিতা : মাহবুব পলাশ

হে পিতা,
তোমার সেই বর্জ্রকন্ঠবাণীর তর্জনীর তেজদীপ্ত উচ্চশীর
আজ মর্যাদা হারাতে বসেছে ।
ষোল কোটি মানুষ আজ হতাশায় আচ্ছন্ন
ছাপ্পান্নহাজার বর্গমাইল জুড়ে আজ দীর্ঘশ্বাস কেবল।
কেউ সম্পদের পাহাড় গড়ে নানাকূট কৌশলে
কেউ দখল, গোটা বেড়ি কিংবা দীগন্ত অবধি
মাঠের সীমানা নিজের দখলে নেবার নেশায় মত্ত।
এই চাই, সেই চাই, আরো চাই
আমিই প্রভু, গোটা দেশ আমার চাই।
হে পিতা তুমি এই দেশটা উপহার দিয়ে গেছ
কখনো কিছুই চাওনি নিজের জন্য,
বিনিময়ে নিজের রক্তাক্ত দেহটি ও দিয়ে গেছ এই মাটিতে।
সেই ধ্বংসস্তুপ আর শকুনের থাবা থেকে
এই দেশ মাতৃকা আর জাতিকে
মাথা উঁচু করে দাঁড়াতে
তোমার সর্বহারা এতিম কন্যা আজ অবধি রেখেছে প্রাণ বাজি।
বিশ্বময় তোমাকে ও তোমার দেশকে
করে তুলছে বিস্মিত আলোর অনুরণনে।
কিন্তু হে পিতা, কি করে অবশিষ্ট সব সম্পন্ন করবে তোমার কন্যা !
তোমার এই বাংলায় উর্বর সোনালী ফসল ফলাতে
বাংলার দামাল মানুষ এখনো সকৃতজ্ঞ দেদীপ্যমান ।
কি করে এগিয়ে যাবে দেশ ও মানুষ ওই মুনাফালোভি চক্রের
বেনিয়াদি থাবার করাল ঘ্রাসের কবলে থেকে।
হে পিতা তুমি ক্ষমা করো
বেনিয়াদি আমাদের,
মুনাফালোভি আমাদের,
অকৃতজ্ঞ মীরজাফর আমাদের।
তোমার চিরপ্রস্থানের এই দিনে
শ্রদ্ধা হে পিতা,
ক্ষমা করে হে পিতা ।।