
মুক্তিযুদ্ধে যুদ্ধাহতদের চিকিৎসা সেবা প্রদানকারী ও ক্ষুদ্র ঋণ দানের উদ্যোক্তা মরহুম ফয়েজ চৌধুরীর ৪২তম মৃত্যু বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিনিধি :: বারইয়াহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় চৌধুরী বাড়ীর মুক্তিযুদ্ধকালে আহত ও অসুস্থ্ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবাদানকারি, সমবায়ী ও ক্ষুদ্র ঋণ দানের উদ্যোক্তা চৌধুরী বাড়ির মো: ফয়েজ চৌধুরীর ৪২ তম মৃত্যুবার্ষিকী পালিত ।
সমাজের মানুষের কল্যাণে মীরসরাইয়ের একজন চিকিৎসক ও কৃতি সমাজসেবক ছিলেন। তিনি অত্যান্ত মেধাবী ও বহুমুখী জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি একাধারে স্বনামধন্য ও বহুবার পুরষ্কৃত স্কুল শিক্ষক, কলকাতা পিওর হোমিও কলেজ থেকে কোয়ালিফাইড হোমিও ডাক্তার, গভীর অর্ন্তজ্ঞান সম্পন্ন আলেমে দ্বীন, ব্যবসায়ী, সমবায়ী ও আধুনিক পদ্বতির চাষী ছিলেন। দ্বিতীয় বিশ^যুদ্ধ চলাকালে তিনি মিত্র শক্তির পক্ষে মীরসরাইয়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে নিয়োজিত হোম গার্ডেস ক্যাপ্টেন ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাকিস্তানের শিক্ষকতা চাকুরী ছেড়ে দিয়ে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎস...