
সূচয়ণের অপারেশানের জন্য সহযোগিতার আবেদন : অবশেষে বন্ধুুরাই দাঁড়ালো পাশে
খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মানুষ মানুষের জন্যই, স্বজন- বন্ধু, আপন পর যেই হোক একটি মানবিক প্রাণ বাঁচাতে সকলের সাহায্য প্রয়োজন।
মীরসরাই বাজারের পাইলট স্কুল মার্কেটের কম্পিউটার দোকানী ১২ নং খৈয়াছরা ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের নাজীব উদ্দিন সূচয়ণ ( মীরসরাই পাইলট ও খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের ৯৩ ব্যাচ) সম্প্রতি হৃদরোগে আক্রান্ত। সম্প্রতি গুরুতর অসুস্থ অবস্থায় চমেক হাসপাতালের চিকিৎসার পর হাসপাতালের চিকিৎসকগন তার হার্টে ৮টি ব্লক নিশ্চিত করে। বর্তমানে ওপেন হার্ট সার্জারি ব্যাতিরেকে তার বেঁচে থাকা সম্ভব নয়। সূচয়ণ এর পরিবারে মা ছাড়া আর আপন কেউ নেই। ৯২ ব্যাচের বন্ধুরাই অবশেষে তার পাশে এসে দাঁড়িয়েছে। নুরনবী, শাহাদাত, রাসেল, আতিক, রহিম, নয়ন অনেকেই নিয়েছে সমন্বিত উদ্যোগ। আগামী ২০ জুলাই এর মধ্যে ঢাকা পিজি হাসপাতালে সূচয়ন এর অপারেশান প্রস্তুতি চলছে । কিন্তু এখনো জোগাড় হয়নি ৫ লক্ষ টাকা। তাই বন্ধুরা সূচয়ন এর সকল স্বজন...