শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শেখ মুজিবুর রহমান : জেসমিন জেসি

তোমার প্রস্থান, আমার উত্থান,
আমি দেখিনি তোমায় ;
শুনেছি তব নাম, পড়েছি তোমায় ;
তুমি শুধু নাম নও, একটি ইতিহাস!

আমি হিমালয় দেখিনি পিতা,
কল্প লোকে দেখেছি তোমায় ;
ব্যক্তিত্ব আর সাহসিকতায়
তুমি চূড়া হিমালয়।।

তোমার নির্দেশিত তর্জনী
সুদৃঢ় সাহসী কন্ঠস্বর
ভুলোক দ্যুলোক ভেদে
ধনী প্রতিধ্বনি বিশ্ব মাঝে বাজে,,,
তোমার ভাষণ তাই ঐতিহাসিক দলিল ।।

রাষ্ট্রযন্ত্রের মহানায়ক তুমি, অমর অক্ষয়
বাঙালি মননে শয়নে স্বপনে
মহারাজ তুমি, গতিময় তেজী
তুমি সৃষ্টির চির বিষ্ময়।।

তুমি রাষ্ট্র, ভূখন্ড তুমি সীমারেখা ;
জনদরদি, কল্যাণকামী তুমি
প্রিয়তমার প্রিয়দর্শী তুমি,
মায়ের দুঃখিনী বর্ণমালা।।

তুমি স্বাধীনতা,
পরাধীনতার শিকল ভেঙ্গে
মন কাননে মুক্ত বিহঙ্গের পাখা মেলা..
তুমি আমার উন্মনা মনের সলাজ প্রতিভু
তুমিই আমার প্রেম ভালোবাসা।।

তুমি না হলে
উদার আকাশ, রঙিন প্রজাপতি, রংধনু রং
ফুল পাখি সব ..
তুমি না এলে সৃষ্টি হতো না
আমার খুব প্রিয় এক
” স্বাধীন বাংলাদেশ, ’’।।

তুমি নেই! আমি মানি না!
কে বলে এ কথা
গর্দান নেবো তার
ওহে নির্বোধ! প্রাণ মরেনা
প্রাণের পড়তে প্রাণ
ঘুরেফিরে আজন্ম অন্তরীক্ষে
প্রজন্ম থেকে প্রজন্মে।।

তাই দিকে দিকে আজ
অশ্রু গঙ্গা রক্ত গঙ্গা বহমান
আর নাই নাই ভয়
হবে হবেই জয়…
জয় শেখ মুজিবুর রহমান।।