শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

বাংলাদেশ সাংবাদিক পরিষদ ( বাসাপ ) এর চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠিত

নিজস্ব প্রতিনিধি :: মফস্বল সাংবাদিকদের কল্যাণমুখী সংগঠন বাংলাদেশ সাংবাদিক পরিষদ এর চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে এক সাংগঠনিক সভা ৫ জানুয়ারী ( শুক্রবার ) বিকাল ৪টায় রাউজান উপজেলা পরিষদস্থ জেলা পরিষদ বাংলো মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাসাপ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুব পলাশ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিজয় ধর এর পরিচালনায় উক্ত সভার প্রথম অধিবেশনে আলোচনা পর্বে অতিথী হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের বিশিষ্ট নাট্যজন ও প্রবীন সাংবাদিক প্রদীপ দেওয়ানজী, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, হাটহাজারীর প্রবীন সাংবাদিক কেশব কুমার বড়–য়া, দৈনিক আজাদী ফটিকছড়ি প্রতিনিধি সোলায়মান আকাশ,

রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাবেক সভাপতি জাহেদুল আলম, বাসাপ এর নির্বাহী সদস্য রনজিত কুমার ধর, দপ্তর সম্পাদক নির্দেশ বড়–য়া প্রমুখ। সভার দ্বিতীয় অধিবেশনে রাউজানের প্রবীণ সাংবাদিক দৈনিক আজাদী ও যায়যায়দিন রাউজান প্রতিনিধি মীর আসলামকে সভাপতি ও দৈনিক জনকন্ঠ মীরসরাই প্রতিনিধি রাজিব মজুমদারকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম উত্তর জেলা কার্যনির্বাহি পরিষদ গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তাগন যথাক্রমে সহ সভাপতি কেশব কুমার বড়–য়া ( দৈনিক আজাদী হাটহাজারী প্রতিনিধি), শফিউল আলম ( দৈনিক সমকাল ও সুপ্রভাত বাংলাদেশ রাউজান প্রতিনিধি) ও মোঃ সোলায়মান আকাশ ( দৈনিক আজাদী ফটিকছড়ি প্রতিনিধি)। যুগ্ম সম্পাদক জাহেদুল আলম ( দৈনিক পূর্বকোণ ও কালের কন্ঠ রাউজান প্রতিনিধি),

সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন ( দৈনিক ইত্তেফাক ও সিপ্লাস টিভি রাউজান প্রতিনিধি), কোষাধ্যক্ষ প্রদীপ শীল ( বাংলাদেশ প্রতিদিন ও চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি ), প্রচার সম্পাদক জাবেদ হোসাইন ( স্বদেশ প্রতিদিন মীরসরাই প্রতিনিধি), দপ্তর সম্পাদক সানোয়ার ইসলাম রনি ( দৈনিক ভোরের ডাক মীরসরাই প্রতিনিধি), নির্বাহী সদস্য আবুল খায়ের ( দৈনিক ভোরের ডাক সীতাকুন্ড প্রতিনিধি ), রফিকুল ইসলাম ( দৈনিক মানবকন্ঠ, ফটিকছড়ি)। উপস্থিত সকলে জেলার উপজেলা পর্যায়ের সাংবাদিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আবার বাসাপ নেতৃবৃন্দ পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা ও উপজেলা থেকে দেশের মফস্বল সাংবাদিকদের কল্যাণে সংগঠিত হবার আহ্বান জানান।