আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সিলেটের শিশু রাজন হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে।বৃহস্পতিবার দুপুরে বিচার প্রশিক্ষণ ইন্সটিটিউটে সহকারী জজদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্ধোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।আইনমন্ত্রী বলেন, আগামী তিন-চার দিনের মধ্যেই শিশু রাজন হত্যা মামলার চার্জশিট দেয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমি কথা বলেছি। এই সময়ের মধ্যে চার্জশিট দিলে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করা হবে।আইনমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে আমাদের বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে কোন অবহেলা করা হবে না।উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেট শহরতলীর কুমারগাঁওয়ে চোর অপবাদ দিয়ে নির্মমভাবে পিটিয়ে খুন করা হয় ১৩ বছরের শিশু রাজনকে।হত্যার পর মাইক্রোবাসে করে লাশ গুমের চেষ্টাকালে মুহিত আলম (৩২) নামে একজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করলে পুলিশ তাকে প্রধান আসামি করে ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করে।মামলার অপর আসামিরা হল— মুহিত আলমের ভাই কামরুল ইসলাম (২৪), তাদের সহযোগী আলী হায়দার ওরফে আলী (৩৪) ও চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়না (৪৫)।