সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

একাদশে ভর্তির চতুর্থ তালিকা প্রকাশ

nahid-a-1422771647_296727

একাদশ শ্রেণীতে ভর্তির চতুর্থ ও শেষ তালিকা প্রকাশ করা হয়েছে।বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ হওয়ার কথা জানান।এ পর্যায়ে ৮২ হাজার ৫৪৪ আবেদনকারীর সবাই ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।শিক্ষামন্ত্রী জানান, এখনও যারা ভর্তি হতে পারেনি তারা আগস্ট মাস পর্যন্ত ভর্তি হতে পারবে। এখনও ২ লাখ আসন খালি আছে। কাজেই আসন খালি সাপেক্ষে বাকীরা ভর্তি হতে পারবে। কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে ২০ হাজার ৫ শ আসন রয়েছে। সেখানে আগস্ট মাস থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।মন্ত্রী জানান, শুধু ঢাকা বিভাগে ১৪টি কলেজে ১ জন ছাত্রও ভর্তির জন্য আবেদন করেনি। এক প্রশ্নের জবাবে তিনি ভর্তি বাণিজ্য বন্ধে সব ধরনের প্রচেষ্টা চলছে বলে জানাচতুর্থ তালিকা www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে দেয়া হয়েছে।গত তিন দফায় যারা ভর্তির জন্য আবেদন করেননি কিংবা সুযোগ পেয়ে ভর্তি হননি তারা ফি ছাড়া গত ১৩ থেকে ২১ জুলাই আবেদন করে। বৃহস্পতিবার তাদের তালিকা প্রকাশ করা হলো। নির্বাচিত শিক্ষার্থীরা ২৫ ও ২৬ জুলাই ভর্তি হতে পারবে।