রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

তামিমকে ধাক্কা মারায় ডি কককে জরিমানা

tamim-de-qock_296722

চট্টগ্রাম টেস্টে শৃঙ্খলা ভঙ্গের কারণে জরিমানা গুনতে হলো দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কককে। তার ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে।চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চের ঠিক কিছুক্ষণ আগে হঠাৎই তামিম ইকবালের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন ডি কক। দিনের শুরু থেকেই তামিমকে স্লেজিং করতে থাকেন ডি কক। লাঞ্চের আগে শেষ ওভারের সময় তামিমও কিছু একটা বলেন ডি কককে। ওভার শেষে ঘটনাটা আর কথায় থাকেনি। ডি কক এগিয়ে এসে কনুই দিয়ে ধাক্কা মারেন তামিমকে।পরে ম্যাচ রেফারি ক্রিস ব্রড রাতেই শুনানির আয়োজন করেন। সেখানেই নিজের অপরাধ শিকার করেন ডি কক। তামিমকে ধাক্কা মেরে আইসিসির আচরণবিধির ২.২.৭ ধারা ভঙ্গ করেছেন ডি কক। সুতরাং, ম্যাচ রেফারি ক্রিস ব্রড ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করেন।