
মীরসরাই শিল্পকলায় ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত
আন্তর্জাতিক, খবরিকাকাগজ, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিনোদন, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সাহিত্য-সংগঠন, স্লাইড
নিজস্ব প্রতিবেদক ::
“রং লেগেছে মনে, মধুর এই ক্ষনে। তোমায় আমি রাঙিয়ে দেব, ঈদের এই পূর্ণমিলনীতে”। এই স্লোগানকে সামনে রেখে সানোয়ারুল ইসলাম রনি’র সঞ্চলনায় ১৩ মে রোজ শুক্রবার সারাদিন ব্যাপি মীরসরাই শিল্পকলা একাডেমির আয়োজনে ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নাচ, গান, চিত্রাষ্কন প্রতিযোগীতা, খেলা-ধুলা, লটারি, পুরষ্কার বিতরণী সনদপত্র উদ্বোধন ও বিদায় শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিল্পকলা একাডেমির সভাপতি মিনহাজুর রহমান। মীরসরাই শিল্পকলা একাডেমির সাবেক শিক্ষক রণজিত ধর, কলি ভৌমিক, পান্না চৌধুরী, শুভ সরকার, বাঁধন দেব নাথ, সাগর সেন, পিপলু বর্তমান শিক্ষক লক্ষণ, অরিবিন্ধু, পাপরি এবং একাডেমি ছাত্র-ছাত্রী অভিভাবগ সহ প্রমুখ।
অনুষ্ঠানে রণজিত ধর, কলি ভৌমিক, পান্না চৌধুরী, শুভ সরকার, বাঁধন দেব নাথ বিদায় শিক্ষদের সংবর্ধনা...