
মিঠানালায় রূপান্তর ক্রিড়া সংঘের ফাইনাল খেলা সম্পূর্ণ।
খবরিকাকাগজ, খেলাধুলা, খেলার মাঠ, গ্যালারি, জনপদ, প্রথম পাতা, বিনোদন, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: মীরসরাইয়ের মিঠানালা ইউনিয়নের ৪নং ওয়ার্ড রহমতাবাদে রূপান্তর ক্রিড়া সংঘের উদ্যোগে মধ্যম রহমতাবাদ ডে-নাইট অলিম্পিক ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পূর্ণ হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারী) রাত ১১ টায় মতিন সওদাগরের দোকান সংলগ্ন মাঠে উক্ত ফাইনাল খেলা সম্পূর্ণ হয়।
উক্ত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে দুই শক্তিশালী দল মাষ্টারপাড়ার “ফ্রেন্ডলী একাদশ” ও কাটাছড়ার “স্বপ্নদল” । ফ্রেন্ডলী একাদশকে হারিয়ে উক্ত ফাইনাল খেলায় বিজয়ী হয় স্বপ্নদল।
রূপান্তর ক্রিড়া সংঘের সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ও মাসুক এর যৌথ পরিচালনায় খেলা উদ্বোধন করেন মিঠানালা আওয়ামী যুবলীগের সভাপতি জনাব আবু নোমান, ও অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিউজ্জমান, মোঃ রিয়াদ (সি.আই.পি.) , ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক হাসেম ...