কবিকুটির সুরভীকুঞ্জে ‘রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার’ এর ভিত্তিপ্রস্থর স্থাপন।
কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, বিনোদন, বিশেষখবর, ভিডিও, মীরসরাই, স্বজন, স্লাইড
বিশেষ প্রতিনিধি-
মীরসরাই পৌরসভার পূর্বগোভানিয়া গ্রামের কবি কুটির সুরভীকুঞ্জে ‘ রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার’ এর ভিত্তি প্রস্থর স্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন ও সহকারি কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী। রবিবার ( ৩ নভেম্বর ) সকাল সাড়ে ১০টায় উক্ত পাঠাগারের ভিত্তিপ্রস্থর ফলক উম্মোচন পরবর্তি দোয়া মোনাজাত এবং ভিত্তি প্রস্থর স্থাপনের পর পাঠাগারের উদ্যোক্তা কবি ও সাংবাদিক মাহবুব পলাশ এর সভাপতিত্বে সংক্ষিপ্ত পরিসরে এক হৈমন্তি সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপকার নির্বাহী পরিচালক মো: আলমগীর, নাট্যকার মঈন উদ্দিন আহমদ চৌধুরী সেলিম, মীরসরাই কলেজের বাংলার প্রভাষক নজরুল ইসলাম, আক্তার হোসেন চৌধুরী, আবুল খায়ের বাদশা মিয়া, মাষ্টার সুবর্ণা জেসমিন চৌধুরী, নাজমুন নাহার জলি প্রমুখ।
ভিত্তি প্রস্থর স্থাপনকালে দোয়া মোনাজাত করেন মাওলানা...