বন্যা দূর্গত মানুষের জন্য আশ্রয়ের জন্য মানবিক মহৎ প্রাণ ফখরুল ইসলাম খাঁন সিআইপি সাহেব’কে ধন্যবাদ
Uncategorized, আন্তর্জাতিক, আমিরাত সংস্করণ, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, সুস্বাস্থ্য, স্বজন, স্লাইড
বিশেষ প্রতিনিধি-
মীরসরাই উপজেলার জামালপুর , আজমনগর, পশ্চিম হিংগুলী, গনকছড়া সহ আশেপাশের যে কোন মানুষ সহ ফেনীর ফাজিলপুর সহ বিভিন্ন এলাকা থেকে বন্যায় বিপদগ্রস্থ মানুষ এসে আশ্রয় নিয়েছেন বারইয়াহাটের খান সিটি সেন্টারে , জোরারগঞ্জের মা ছকিনা মাদ্রাসা, সামিহা কমিউনিটি সেন্টার, ও শান্তিরহাটের সুমাইয়া মার্কেটে আশ্রয় নেয়া সকল মানুষের খাবার ও থাকার ব্যবস্থা করা হয়েছে।
মীরসরাই উপজেলার বন্যা কবলিত মানুষের জন্য এই মানবিক উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা র সম্মানিত সভাপতি ও প্রতিষ্ঠাতা, মীরসরাই এর কৃতি সন্তান শিল্পপতি জনাব ফখরুল ইসলাম খান সি আই পি । এই মানবিক উদ্যোক্তাকে আমরা ধন্যবাদ জানাই। যে কেউ আশ্রয়ের প্রয়োজন হলেই যোগাযোগ করুন, 01829478856 (দ্বীন মোহাম্মদ), 01703805799 (বাবলু), 01819974143 ( জিয়া)...