আরব আমিরাতে শুভ উদ্বোধন হলো অনলাইন এফআইকে ২৪ লাইভ টিভি নিউজ
মনির উদ্দিন মান্না :: দেশ, জনগণ ও সারা বিশ্বের প্রবাসীদের পক্ষে আমরা কথা বলি- এ শ্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করেছে অনলাইন Online F.I.k.24Live TV News।
গত ৭ অক্টোবর ২০২০ , ২২ আশ্বিন ১৪২৭ , ১৯সফর ১৪৪২ হিজরি রাত ৯ টা, আবুধাবি একটি অভিজাত হোটেলে কনফারেন্স রুমে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। F.I.k.24Live TV News আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি, আবুধাবি শেখ খলিফা বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল,বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি কাজী আব্দুর রহিম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কাজী আব্দুর রহিম বলেন - পাঠক সংবাদের মধ্যে বস্তুনিষ্টতা প্রত্যাশা করে। তাই যারা বর্তমানে সক্রিয়ভাবে সাংবাদিকতা করছেন তাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে হবে।’ নতুন অনলাইন এফ,আই, কে, ২৪ লাইভ টিভি নিউজ পাঠকের প্রত্যাশা পূরণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এফ,আই, কে, ২৪ লাই...