শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ভিক্ষুক ও রিক্সাচালকদের মাঝে জরুরী খাবার বিতরণ করলেন জয়নাল হোসেন বাপ্পী

নিজস্ব প্রতিনিধি :: ঢাকাস্থ ক্রোকারিজ এসোসিয়েশান নেতা ও লাফার্জ প্রসাধনী সামগ্রী উৎপাদকারী এবং পাক্ষিক খবরিকার উপদেষ্টা জনাব জয়নাল হোসাইন বাপ্পীর পক্ষ থেকে মীরসরাই ও বারইয়াহাট পৌর এলাকায় শতাধিক পরিবারের মাঝে জরুরী খাবার সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার ( ১১ এপ্রিল) বিকাল ৪টায় মীরসরাই পৌরসভার কলেজ রোডস্থ খবরিকা কার্যালয়ের সামনে থেকে রিক্সা চালক, হত দরিদ্র, বেকার হয়ে যাওয়া শ্রমজীবিদের মাঝে বিতরণ করা হয় চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ সহ জরুরী খাবার সামগ্রী। আবার কিছু দরিদ্র প্রান্তিক ভিক্ষুক যারা বর্তমানে করোনার প্রভাবে সাহায্য গ্রহনের জন্য বেরুতে পারছেন না তাদের বাড়ি ও পৌছে দেয়া হয়। মীরসরাইয়ের কিছু এলাকায় জনাব বাপ্পীর পক্ষে এসব খাবার পন্য বিতরণ সূচনা করেন পাক্ষিক খবরিকা সম্পাদক ও মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান মীরসরাই উপজেলা শাখার সাধারন সম্পাদক জাফর উদ্দিন ও খবরিকার অফিস সহকারি রশিদুল হাসান প্রমুখ। জনাব বাপ্পী বলেন বিশ্বব্যাপী এই মহামারি সত্যিই আমাদের জন্য একটি মর্মান্তিক দুঃসময়। তবে সকলে সমবেতভাবে যার যার সাধ্যমতো সমাজের সকল স্তরের মানুষের পাশে থাকলে সবাই মিলে এই দূর্যোগ মোকাবেলা করতে পারবো। তিনি এই সময়ে সবাইকে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।