সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আরশিনগরে করোনা নেগেটিভ : কাটাছরা ও ওয়াহেদপুর থেকে নমুনা প্রেরণ

নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধিন সোনা পাহাড় এলাকা থেকে আরশিনগর ফিউচার পার্ক কর্মচারি আমজাদ হোসেন (৭০) এর (কোভিড-১৯) সন্দেহজনক করোনা পরীক্ষা রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে ওয়াহেদপুর ও কাটাছরা থেকে আজ আরো দুজনের নমুনা প্রেরণ করা হয়েছে ।
করোনাভাইরাস সন্দেহে হওয়ায় বৃহস্প্রতিবার ( ৯ এপ্রিল) মীরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তার নমুনা সংগ্রহ করে সীতাকুন্ডের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে প্রেরণ করে। উক্ত ব্যক্তির (কোভিড-১৯) পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। শনিবার (১১এপ্রিল) সকাল ১০টায় উক্ত তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান। উক্ত ব্যক্তি সহ মীরসরাই উপজেলায় ইতিপূর্বে ৪ ব্যক্তির নমুনাই নেগেটিভ এসেছে। ডাঃ মিজান আরো জানান তবে আজ শনিবার ( ১১ এপ্রিল ) মীরসরাই উপজেলা থেকে আরো ২ ব্যক্তির নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। উক্ত ২ ব্যক্তির মধ্যে ১ জনের বাড়ি ওয়াহেদপুর, তার বয়স ৪০ বছর। অপরজনের বাড়ী কাটাছরা, তার বয়স ৫২। দুজনই পুরুষ। এই দুজনের পরীক্ষা রিপোর্ট আসবে আগামীকাল রবিবার বিকেলে অথবা সোমবার। চট্টগ্রাম থেকে সকল পরীক্ষা তথ্য ঢাকা প্রেরণ করা হয়, আর তা ঢাকা থেকেই প্রকাশিত হয়।