Monday, February 10Welcome khabarica24 Online

১৩ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন না করলে সিম বন্ধ

simcard_105445

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে মোবাইল সিমের রেজিস্ট্রেশন শুরু হয়ে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। নির্ধারিত এই সময়ের মধ্যে যদি কেউ সিমের রেজিস্ট্রেশন না করে তাহলে তার সিম কার্ড বন্ধ করে দেওয়া হবে।বুধবার দুপুরে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।তারানা হালিম বলেন, ‘যাদের সিম রেজিস্ট্রেশন করা আছে তাদেরও যাচাই করে দেখতে হবে সঠিকভাবে রেজিস্ট্রেশন করা আছে কি না। তারা যদি যাচাই না করে তাদের সিমও সাময়িক বন্ধ করা হবে। এরপর চূড়ান্তভাবে সিম বন্ধ করা হবে।’সিম কার্ড কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে আগামী রবিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রাণালয় তা গণমাধ্যমকে জানাবে হবে বলেও তিনি জানান।