Sunday, February 16Welcome khabarica24 Online

বনশ্রীতে কোটি টাকার জাল নোটসহ আটক ৫

untitled-1_90173

রাজধানীর বনশ্রীতে ১ কোটি ৪ লাখ টাকা মূল্যের জাল নোটসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব। এসময় জাল নোট তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়।র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, শনিবার রাতে বনশ্রীর একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিনি বলেন, ওই বাসায় এক কোটি চার লাখ ৮০ হাজার টাকা মূল্যমানের জাল নোট এবং বেশ কিছু সরঞ্জাম পাওয়া গেছে।র‌্যাব জানায়, আনুষঙ্গিক সরঞ্জাম দিয়ে আরও সাত থেকে আট কোটি টাকার জাল নোট তৈরি করা যেত। মূলত ঈদকে সামনে রেখে বাজারে এই নোট ছাড়ার পরিকল্পনা ছিল বলেও জানিয়েছে র‌্যাব।এদিকে জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, সীমান্তবর্তী এলাকাতে জাল নোটের চাহিদা বেশি থাকায় এবং সাধারণ মানুষের ব্যস্ততা বেশি থাকায় খুব সহজেই লেনদেন করা সম্ভব হয়।