নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মূল অভিযুক্ত নূর হোসেনকে শিগগিরই ফেরত পাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে নূর হোসেনের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে চায় বলে আদালতে আবেদন করেছে পশ্চিমবঙ্গ সরকার। বাংলাদেশে নূর হোসেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকায় মামলা তুলে নিয়ে তাকে ফেরত পাঠাতে চায় ভারত।বিবিসি জানায়, বর্তমানে পশ্চিমবঙ্গের দমদম জেলে বন্দি নূর হোসেনকে পুশ-ব্যাক ফর্মুলায় ফেরত দিতে ভারত ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করেছে। সোমবার ওই মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অপর দুই আসামি আদালতে হাজির না হওয়ায় শুনানি হয়নি। আদালত ২১ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। নূর হোসেন আর তার অপর দুই সহযোগীর বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগণার জেলা আদালতে অনুপ্রবেশের মামলা চলছে এক বছরেরও বেশি সময় ধরে। চার্জশিট পেশ করার পরে তার বিচারও শুরু হয়েছে অতিরিক্ত জেলা দায়রা জজ প্রবীর কুমার মিশ্রের আদালতে। সেখানেই মামলা তুলে নেয়ার আবেদন জানিয়েছেন উত্তর চব্বিশ পরগণার প্রধান সরকারি কৌঁসুলি শান্তময় বসু।নূর হোসেন নিজে কোনো উকিল নেননি, কিন্তু তার সঙ্গে ধরা পড়া খান সুমনের আইনজীবী অনুপ ঘোষ বিবিসিকে জানান, ভারতীয় দণ্ডবিধির ৩২১ ধারা অনুযায়ী সরকার পক্ষ চাইলে এরকম আবেদন করতে পারে।গত বছর ১৪ জুন বিধাননগর কমিশনারেটের অধীন বাগুইআটি থানা এলাকার একটি বহুতল ফ্ল্যাট থেকে নূর হোসেন ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছিল। বর্ধমান বিস্ফোরণ মামলায় সে দমদম জেলে রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হলে নূর হোসেনের বাংলাদেশে ফেরার বাধা দূর হবে।