সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মালয়েশিয়ায় ফের গণকবরের সন্ধান

malaysia-thereport24_101755
মালয়েশিয়ায় আবারও গণকবরের সন্ধান মিলেছে। দেশটির কর্তৃপক্ষ সেখান থেকে ২৪ জনের দেহাবশেষ উদ্ধার করার খবর জানিয়েছে। থাই-মালয় সীমান্তের ওই ঘনজঙ্গল মানবপাচারকারীদের গোপন ‘বন্দীশিবির’ বলে পরিচিত। মিয়ানমার ও বাংলাদেশের মানুষ এসব পাচারকারী চক্রের সাহায্যে ওই পথে পাড়ি জমায়। আজ রবিবার পুলিশ জানিয়েছে, থাই সীমান্তে মালয়েশিয়ার গহীন জঙ্গলে শনিবার এ গণকবরের সন্ধান পাওয়া গেছে।ওই শিবিরগুলোয় অভিবাসন প্রত্যাশীদের আটকে রেখে মুক্তিপণ দাবি করে পাচারকারীরা। যারা মুক্তিপণ দিতে পারেন না, তাদের ভাগ্যে জুটে নির্মম পরিণতি। জঙ্গলের ভেতরে তাদের হত্যা করে গণকবর দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, থাই সীমান্তে বুকিট ওয়াং এলাকায় ২৪ জনের দেহাবশেষ পাওয়া গেছে। ওই অঞ্চলের খুব কাছেই ‘অবৈধ আটক কেন্দ্রে’ গত মে মাসে কয়েক শ’ মানুষের দেহাবশেষ পাওয়া গিয়েছিল। এদিকে অভিযানে পাওয়া ২৪ জনের দেহাবশেষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিহত ওই ২৪ জন মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম, নাকি বাংলাদেশের তা জানা যায়নি।