মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাই- আবুতোরাব সড়ক উন্নয়নে ২শতবর্ষি বটগাছ রক্ষায় এলাকাবাসীর দাবী

নিজস্ব প্রতিনিধি : মীরসরাই পৌরসভার কালা মিয়ার দোকান থেকে ছোট কমলদহ পর্যন্ত মীরসরাই- আবুতোরাব সহ প্রায় ১৫ কিলো মিটার সড়কের উন্নয়ন কাজ শুরু হবে শীঘ্রই। এলজিইডি বিভাগের তত্বাবধানে এশিয়ান উন্নয়ন ব্যাক এর অর্থায়নে উক্ত সড়কের মধ্যে মীরসরাই পৌর এলাকার ২শত বছরের একটি প্রাচীণ বটগাছ পড়ে যায়। এলাকাবাসীর দাবী এই পুরোনো বৃক্ষটি সংরক্ষণ করা।
স্থানীয় সূত্রে জানা গেছে মীরসরাই পৌরসভার ৯ নং ওয়ার্ডের ছিদ্দিকুর রহমান মিয়া বাড়ীর সম্মুখের মসজিদ ও কবরস্থানের পার্শ্বেই রয়েছে ২০০ বছরের পুরোনো একটি বটবৃক্ষ। এলাকার পেশাজীবি নাঈম উদ্দিন বলেন এই প্রাচীণ বটবৃক্ষ দাদা ও পরদাদাগনের সময়ের। আমাদের শৈশবের স্মৃতি সহ শত স্মৃতিগাঁথা রয়েছে এই বৃক্ষকে ঘিরে, এই ঐতিহ্য মন্ডিত বৃক্ষটি রক্ষা করতে প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি। নিকটস্থ ছদিক মিয়া বাড়ির ডা: আনজানা ডালিয়া বলেন ২০০ বছরের পুরোনো এই বটগাছের ছোট ছোট ফল পাখপাখালীদের খাবার সহ এই গাছতলায় ক্লান্ত পথিকের বিশ্রামের স্থান দেখে আসছি আমাদের শৈশব থেকেই। এই বৃক্ষটি রক্ষা করার দাবীতে আমি ও সহমত। এই বিষয়ে উক্ত সড়কের উন্নয়ন কর্তৃপক্ষ মীরসরাই উপজেলা প্রকৌশলী রনি সাহা বলেন এই বৃৃক্ষটি সম্পর্কে এলাকাবাসীর যেহেতু সংরক্ষেন দাবী, তাই আমরা এই বটবৃক্ষ রেখেই উন্নয়ন কাজ করার চেষ্টা করবো। এই বিষয়ে ঠিকাদার ও প্রকৌশলীগনের সাথে আমরা শীঘ্রই আলোচনা করবো।