Sunday, February 16Welcome khabarica24 Online

ছাত্রলীগে সোহাগ সভাপতি, জাকির সম্পাদক নির্বাচিত

1_95877

ছাত্রলীগে এসেছে নতুন নেতৃত্ব। আওয়ামী লীগের এ অঙ্গসংগঠনটিতে কাউন্সিলরদের ভোটে আজ নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাকির হোসেন। সোহাগ পেয়েছেন ২,৬৯০ ভোট ও জাকির পেয়েছেন ২,৬৭৫ ভোট।রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রবিবার বেলা সোয়া ১১টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৫টায় ভোট গ্রহণ শেষ হয়। এরপর শুরু হয় ভোট গণনা।নির্বাচন কমিশনাররা জানান, নির্বাচনে মোট ৩,১৩৮ জন ভোটারের মধ্যে ২,৮১৯ জন ভোট দিয়েছেন। মোট ভোট পড়েছে ৮৯.৮৩ শতাংশ।নির্বাচনের শুরুতে সভাপতি পদে ১৮ জন প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে ৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও পরবর্তীতে সভাপতি পদে ১০ জন আর সাধারণ সম্পাদক পদে ১৮ জন প্রার্থী লড়াই করেন। ভোটগ্রহণ চলাকালে সভাপতি পদে আটজন এবং সাধারণ সম্পাদক পদে ২৫ জন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেন।ছাত্রলীগের দুই দিনব্যাপী ২৮তম জাতীয় সম্মেলনের আজ শেষ দিন। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করেন।নির্বাচন পরিচালনা করছেন তিন নির্বাচন কমিশনার সুমন কুণ্ডু, মুস্তাফিজুর রহমান মোস্তাক ও শেখ রাসেল। এ ছাড়া ছাত্রলীগের প্রাক্তন নেতা জাহাঙ্গীর কবির নানক, সাংসদ নজরুল ইসলাম বাবু, ছাত্রলীগের প্রাক্তন সভাপতি লিয়াকত শিকদার, এনামুল হক শামীম, ইসহাক আলী খান পান্না, ছাত্রলীগের বর্তমান সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম উপস্থিত আছেন।২০১১ সালের ১০ ও ১১ জুলাই হয়েছিল ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন। ওই সম্মেলনে এইচ এম বদিউজ্জামান সোহাগ সভাপতি এবং সিদ্দিকী নাজমুল আলম সাধারণ সম্পাদক হন। পরে তাদের নেতৃত্বেই চার বছর ধরে চলেছে সংগঠনের কার্যক্রম।