Sunday, February 16Welcome khabarica24 Online

চীনে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১১২

06_100334

চীনের উত্তরাঞ্চলীয় বন্দর শহর তিয়ানজিনের একটি রাসায়নিক গুদামে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছেন ১১২। রবিবার সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।এ প্রসঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিস্ফোরণে প্রাণক্ষয়ের এই ঘটনা থেকে কর্তৃপক্ষকে শিক্ষা নিতে হবে।বুধবারের শক্তিশালী জোড়া বিস্ফোরণে নিহতদের মধ্যে ২৪ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে ২১ দমকলবাহিনীর কর্মীও রয়েছেন। আহত হয়েছেন সাত শতাধিক। এদের মধ্যে ৭০ জনের অবস্থা গুরুতর।এদিকে, শনিবার বাতাসের দিক পরিবর্তনের ফলে বিস্ফোরণস্থলে নতুন করে আগুন জ্বলে ওঠে এবং বিষাক্ত গ্যাস লোকালয়ে চলে আসার শঙ্কা তৈরি হওয়ায় দুটি স্কুলে আশ্রয় নেওয়া স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেয় কর্তৃপক্ষ। তবে ঠিক কতজনকে সরিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দুর্ঘটনাস্থলে এখনও অন্তত ৯৫ জন নিখোঁজ রয়েছেন, যাদের ৮৫ জনই দমকলকর্মী।আবারও বিস্ফোরণ হতে পারে এমন শঙ্কা মাথায় রেখে ঘটনাস্থলের আশপাশের তিন কিলোমিটার এলাকা থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।রাসায়নিক বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তিয়ানজিনে রয়েছেন দুই শতাধিক সৈন্যের একটি বিশেষজ্ঞ দল।রুইহাই লজিস্টিকস কোম্পানির যে গুদামে বিস্ফোরণ ঘটেছে সেখানে সোডিয়াম সায়ানাইডের মতো আরও অনেক বিষাক্ত রাসায়নিক পদার্থ মজুদ থাকে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।