মীরসরাইয়ে বন্যার্ত কৃষকদের বিনামূল্যে ধানের চারা ও সার বিতরণ
ইব্রাহিম বাদশা:: চট্টগ্রামের মীরসরাই উপজেলার পশ্চিমাংশে আগস্টের বন্যায় প্লাবিত হয়ে ঘরবাড়ির পাশাপাশি ফসলি জমির আমন বীজতলা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে ডুবে সংরক্ষিত বীজও নষ্ট হয়ে অনেক কৃষকের। পানি নেমে যাবার পর ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উপজেলার সামাজিক ও যুব সংগঠন অদম্য যুব সংঘ।
শুক্রবার ( ১৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয় ৪১ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধানের চারা ও প্রতিজন কৃষককে ৮ কেটি করে টিএসপি সার বিতরণ করে সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মীরসরাই উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। এসময় মীরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নুরুল আলম, কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন, স্থানীয় সমাজসেবক আবু সুফিয়ান, নুর উদ্দিন, সংগঠনের সিনিয়র সভাপতি মঞ্জুর আলম ভূঁইয়া ও সাবেক সহ সভাপতি দিদারুল আলমসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিল...