মিঠানালায় ফুটবল প্রিমিয়ার লীগে কিং অফ ওয়েষ্ট রহমতাবাদ চ্যাম্পিয়ান
খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, খেলাধুলা, খেলার মাঠ, গ্যালারি, চট্টগ্রাম, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
ইব্রাহিম বাদশা: মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের ৪নং ওয়ার্ড রহমতাবাদ কিশোর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। বুধবার (২১শে ফেব্রুয়ারী) রাত ১০ টায় কিশোর স্পোর্টিং ক্লাবের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে দুই শক্তিশালী দল 'ইরাংগেল কিশোর' ও 'কিং অফ ওয়েস্ট রহমতাবাদ'। ইরাংগেল কিশোরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কিং অফ ওয়েস্ট রহমতাবাদ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাইফুল ইসলাম মাষ্টারের সঞ্চালনায় খেলা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান জনাব নুরুল মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব এম এ কাসেম, ৩ নং জোরারগঞ্জ ...