শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আর্জেন্টিনার নতুন বছরের পরিকল্পনায় বাংলাদেশ সফর!


আকাশ দাশ :: নতুন বছরে উপলক্ষ্যে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের খেলার সূচী পরিকল্পনা করেছে। অন্য দেনের সাথে মিল রেখে সদ্য বিশ্বকাপ জয়ী দল আর্জেন্টিনা ও নিজেদের নতুন বছরের পরিকল্পনা করেছে এবং সেখানে বাংলাদেশ সফরকে ও পরিকল্পনায় রাখছে আলবেলিস্তেরা।

বিশ্বকাপ জয়ের পর থেকেই আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে বাংলাদেশে আনতে উঠে পড়ে লেগেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মেসি-ডিমারিয়াদের বাংলাদেশে আনতে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সাথে বারবার আলোচনা করেছে বাফুফে। এখন পর্যন্ত বাংলাদেশে আসার ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানায়নি আলবিসেলেস্তিরা। সম্প্রতি আর্জেন্টাইন মিডিয়া জানিয়েছে, জুনে বাংলাদেশে আসার পরিকল্পনা চূড়ান্ত করেছে আর্জেন্টিনা। বলেছেন নিজেদের নতুন বছরের পরিকল্পনায় বাংলাদেশ সফরকে রাখছে তারা।

আর্জেন্টিনার গণমাধ্যম ডবল আমারিল্লার প্রতিবেদনে বলা হয়েছে, এখনো আনুষ্ঠানিকভাবে সূচী চুড়ান্ত না হলেও চলতি বছরের জুন মাসের ১২ থেকে ২০ তারিখের মধ্যে বাংলাদেশ সফরে আসতে পারে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল খেলবেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।