
শেখ মুজিবুর রহমান : জেসমিন জেসি
কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, প্রথম পাতা, বিশেষখবর, মুক্তাঙ্গন, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
তোমার প্রস্থান, আমার উত্থান,
আমি দেখিনি তোমায় ;
শুনেছি তব নাম, পড়েছি তোমায় ;
তুমি শুধু নাম নও, একটি ইতিহাস!
আমি হিমালয় দেখিনি পিতা,
কল্প লোকে দেখেছি তোমায় ;
ব্যক্তিত্ব আর সাহসিকতায়
তুমি চূড়া হিমালয়।।
তোমার নির্দেশিত তর্জনী
সুদৃঢ় সাহসী কন্ঠস্বর
ভুলোক দ্যুলোক ভেদে
ধনী প্রতিধ্বনি বিশ্ব মাঝে বাজে,,,
তোমার ভাষণ তাই ঐতিহাসিক দলিল ।।
রাষ্ট্রযন্ত্রের মহানায়ক তুমি, অমর অক্ষয়
বাঙালি মননে শয়নে স্বপনে
মহারাজ তুমি, গতিময় তেজী
তুমি সৃষ্টির চির বিষ্ময়।।
তুমি রাষ্ট্র, ভূখন্ড তুমি সীমারেখা ;
জনদরদি, কল্যাণকামী তুমি
প্রিয়তমার প্রিয়দর্শী তুমি,
মায়ের দুঃখিনী বর্ণমালা।।
তুমি স্বাধীনতা,
পরাধীনতার শিকল ভেঙ্গে
মন কাননে মুক্ত বিহঙ্গের পাখা মেলা..
তুমি আমার উন্মনা মনের সলাজ প্রতিভু
তুমিই আমার প্রেম ভালোবাসা।।
তুমি না হলে
উদার আকাশ, রঙিন প্রজাপতি, রংধনু রং
ফুল পাখি সব ..
...