
নাহার অ্যাগ্রোর পক্ষ থেকে ইউএনও’র হাতে চিকিৎসা সরঞ্জাম ও নগদ অর্থ প্রদান
নাছির উদ্দিন ঃ
দেশজুড়ে করোনা আতংকে মানুষ এখন গৃহবন্ধি। করোনার থাবা নিয়ন্ত্রণ করতে সরকার সর্বত্র সাধারণ ছুটি ঘোষণা করেছেন। অপরদিকে এমন কঠিন সংকটে কিচিৎসকরা আছেন আতংকে। এই করুণ অবস্থায় চিকিৎসকদের জন্য পিপিই এবং দুস্থঃদের জন্য নগদ অর্থ প্রদানের লক্ষে দেশের পল্ট্রি খাতে বিশেষ অবদান রাখা মিরসরাইয়ের নাহার অ্যাগ্রোর পক্ষ থেকে ৪০ পিস পিপিই (পার্সোনাল প্রটেকশন ইকুয়েপমেন্ট) পোষাক, ৮শত পিস মাক্স, ২৮০ টি হ্যান্ড স্যানিটাইজার এবং নগদ ১ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। শনিবার ২৮ মার্চ সন্ধায় উক্ত চিকিৎসা সরঞ্জাম এবং অনুদানের অর্থগুলো মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিনের কাছে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাহার অ্যাগ্রোর ব্যবস্থাপক মো. আলাউদ্দিন ও মো. ফাইম উদ্দিন। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, নাহার অ্যাগ্রো থেকে পিপিই, মাক্স, হ্যান্ড স্যানিটাইজার ও নগদ অর্থ...