শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাই পৌরসদরে কয়েকটি বাসায় ভরদুপুরে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিনিধি:: মীরসরাই পৌরসদরের কয়েকটি বাসায় ভরদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘরের তালা ও আলমিরা ভেঙ্গে চোরচক্র অন্তঃত লক্ষাধিক টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। শনিবার ( ২৮ জুলাই) দুপুর ১২টায় এই ঘটনা ঘটে। মীরসরাই পৌরসদরের কলেজ রোডের ষ্টেডিয়ামের দক্ষিন পাশ্বস্থ মোস্তফা মিয়ার ভবনের নিচতলায় ভাড়াটিয়া মীরসরাই ডিগ্রী কলেজের ইংরেজী প্রভাষক সাঈদুল ইসলাম জানান তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে তিনি চট্টগ্রাম যান শুক্রবার শনিবার দুপুরে বাড়ীর দারোয়ান মোহাম্মদ হোসেন খবর দেন তার বাসার দরজা খোলা। আবার একই ভবনের পাশ্ববর্তি দুবাই প্রবাসী রাশেদ আক্তার জানান তিনি ও পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিল। একই সময়ে দারোয়ান তাকে খবর দিলে বিকেল নাগাদ উভয় পরিবার বাসায় ফিরে দেখে সকলের ঘরের সকল আলমিরা ভেঙ্গে মূল্যবান মালামাল সহ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোরদল। মিসেস শেলী আক্তার জানান তার নগদ ২০ হাজার টাকা, টিভি ও কিছু স্বর্ণালংকার নিয়ে গেছে। মিসেস রাশেদ জানান তাঁর প্রায় ৫০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। অবশিষ্ট মালামালের মধ্যে কি নেই তা এখনো বুঝে উঠতে পারছেন না। উক্ত বাসার দারোয়ান মোহাম্মদ হোসেন জানান একই সময়ে পাশ্ববর্তি আজমীর ভবনের একটি বাসায় ও চুরির ঘটনা ঘটেছে। মীরসরাই থানার ভারপ্রাপ্ত ওসি রমিজ উদ্দিন জানান এই বিষয়ে এখনো কোন প্রকার লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা সকল প্রকার আইনি ব্যবস্থা গ্রহন করবো। এই রিপোর্ট লিখা পর্যন্ত ক্ষতিগ্রস্থরা জানায় এই বিষয়ে মীরসরাই থানায় একটি অভিযোগ প্রদানের প্রক্রিয়া চলছে।