শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

আওয়ামীলীগে ত্যাগীগনের মূল্যায়ন এবং যুবলীগ ও ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে মোটিভেশন করা হবে : মাহবুব রহমান রুহেল


নিজস্ব প্রতিনিধি : :আওয়ামীলীগে এবং এর অংগসংগঠনগুলোতে দলের জন্য কোন প্রকার ত্যাগ নেই এমন আগন্তুকের সংখ্যা বাড়ছে। দলের ত্যাগী নেতৃবৃন্দগনকে মূল্যায়ন করতে হবে এবং উনাদের থেকে শিখতে হবে আমাদের। আবার যুবলীগ ও ছাত্রলীগে অনুপ্রবেশ করার সুযোগ দেয়া যাবে না। যুবলীগ ও ছাত্রলীগকে বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের বিষয়ে মানুষের খুব কাছে থাকার মোটিভেশন কর্মশালা করানো হবে। আর মাদকমুক্ত থাকার বিষয়ে ও সকলকে সোচ্চার থাকার বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। জনাব রুহেল আরো বলেন ‘করোনা জয় করে চট্টগ্রামের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন আমার বাবা আপনাদেও প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আপনারা সকলে আমার বাবার জন্য দোয়া করবেন যেন শীঘ্রই আপনাদের খুব কাছে থাকতে পারেন।’ তাঁর অনুপস্থিতিতে
শনিবার (২১ নভেম্বর) স্থানীয় মহাজনহাট এফ রহমান স্কুল এন্ড কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য কালে উপরোক্ত বক্তব্য রাখেন তিনি। সকাল ১০ থেকে শুরু হওয়া স্থানীয় উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকদের নিয়ে আয়োজিত মতবিনিয় সভায় মাহবুবুর রহমান রুহেল দলের নেতাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। এসময় তিনি বলেন, ‘আমার বাবা তাঁর দীর্ঘ ৫০ বছরের রাজনীতিতে অনেক ত্যাগ স্বীকার করেছেন। মীরসরাইয়ের মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন। আপনারা তাঁর বিশ্বস্থ মানুষ। আপনারা তাঁকে সহযোগিতা না করলে তিনি আজকে এত বড় মাপের নেতা হতে পারতেন না।’ সবশেষে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিক মাঠের সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক আওয়ামী লীগ নেতা কথা সাহিত্যিক আব্দুল কাইয়ুম নিজামী, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর কবির চৌধুরী সহ উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন, পৌরসভার নেতৃবৃন্দ প্রমুখ।