Thursday, January 16Welcome khabarica24 Online

৩১ মার্চ ১৯৫ পাকিস্তানি সেনার প্রতীকী বিচার

খবরিকা ডেস্ক: সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩১ মার্চ ১৯৫ পাকিস্তানি যুদ্ধাপরাধীর প্রতীকী বিচার করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। আজ বুধবার সকালে মতিঝিলের বক চত্বরে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

শাহজাহান খান বলেন, ৩১ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানের ১৯৫ জন যুদ্ধাপরাধীর প্রতীকী বিচার হবে। আর সেদিনের বিচারিক কার্যক্রমে বিচারকও থাকবেন। তিনি আরও বলেন, বাংলার মাটিতে পাকিস্তানিদের বিচার করবো। তাদের চরদের নির্মূল করে ছাড়বো। স্বাধীনতা বিরোধী কেউ দেশে রাজনীতি করার সুযোগ পাবে না।

এদিকে, আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতিঝিলের বক চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য শিরিন আখতার, বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, মুক্তিযোদ্ধা আবদুল মালেক মিয়া প্রমুখ।