বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, ৫ আশ্বিন ১৪৩০খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

স্টেইনকে সরিয়ে শীর্ষে ফিল্যান্ডার

philander

ডেইল স্টেইনকে সরিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে বিশ্বের এক নাম্বার স্থানে উঠে এসেছেন তারই দেশী ভারনন ফিল্যান্ডার। ১৮৬ ম্যাচ একটানা শীর্ষে থাকার পর স্থানচ্যূত হলেন স্টেইন। তার চেয়ে বেশি ম্যাচ শীর্ষে ছিলেন কেবল শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। ২০০৯ সালের জুলাইতে স্টেইন এক নম্বর স্থানে ওঠেন। জোহানেসবার্গে ভারতের বিরুদ্ধে দারুণ বোলিং করে শীর্ষে উঠে এলেন ফিল্যান্ডার। দুই ইনিংসে তিনি নেন ৭ উইকেট। ব্যাটিংয়ে শীর্ষ দুই স্থানে পরিবর্তন হয়নি। ওয়েস্ট ইন্ডিজের চন্দরপল দুই ধাপ টপকে তিন নাম্বারে আর নিউজিল্যান্ডের রস টেইলরও দুই ধাপ টপকে চার নাম্বারে উঠে এসেছেন।

Leave a Reply