Sunday, February 16Welcome khabarica24 Online

শারজাহ্ বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে শোক দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, শারজাহ :
ছবি : শারজাহ্ বঙ্গবন্ধু পরিষদের শোক সভায় অতিথিদের একাংশ
ছবি : শারজাহ্ বঙ্গবন্ধু পরিষদের শোক সভায় অতিথিদের একাংশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বঙ্গবন্ধু পরিষদ। শুক্রবার ( ২০ আগষ্ট) রাতে শারজাহ’র স্থানীয় একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের লেবার কাউন্সিলর এ এস এম জাকির হোসেন। প্রকৌশলী মোরশেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকৌশলী আবু জাফর চৌধুরী।এম এ তাহের ভূঁইয়ার সঞ্চালনায় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন এস এম নুরুল ইসলাম, মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ নুরুল আফছার, আরশা হোসেন হিরু, বেলাল আহাম্মদ শৈবাল বড়ুয়া, সিরাজদৌলাহ, আরফানুল হক লিটন, প্রকৌশলী রাসেল আহাম্মদ, সাহিন টিটু, মোহাম্মদ রুবেল প্রমুখ।শোক দিবসে বঙ্গবন্ধুকে স্মরণ করে বক্তাগণ বলেন, ‘জনগণের মনে এখন বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন। সত্যের পথ ধরেই বঙ্গবন্ধু স্বমহিমায় চিরভাস্কর হয়ে থাকবেন। ষড়যন্ত্র, হত্যা আর কু-রাজনীতি জনগণের জন্য কোন কল্যাণ বয়ে আনেনা, বঙ্গবন্ধু হত্যাকান্ডই তার প্রমান।’ বঙ্গবন্ধুকে অস্বীকার করে রাজনৈতিক ফায়দা লোটার দিন শেষ উল্লেখ করে বক্তারা বলেন, ‘যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলো তারা পাক মার্কিন তাবেদার। এদের সর্মথন দিয়ে জিয়াউর রহমানও অপরাধী হয়ে গেছেন।