Monday, February 10Welcome khabarica24 Online

লালবাগে ককটেল বিস্ফোরণে শিশু নিহত

cocktail_20751_50918_284292

রাজধানীর লালবাগে ককটেল বিস্ফোরণের ঘটনায় মিরাজ (৭) নামের এক শিশু নিহত হয়েছে।বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে লালবাগ থানার ২৯/১ নম্বর রাজ নারায়নধর রোডের টিনসেড বাসায় এ ঘটনা ঘটে।ককটেলের আঘাতে আহত হয়েছে শিশুর বোন নেহা (৮)। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৪টার দিকে ওই বাড়িতে বিকট শব্দে ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে মিরাজ ও নেহা গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে ঢামেকে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু মিরাজকে মৃত ঘোষণা করেন।মিরাজ ও নেহার বাবা ইয়াকুব আলী জানান, লালবাগ কেল্লার মোড়ে তাদের বাসার পাশেই একটি মসজিদ রয়েছে। হঠাৎ করে ওই মসজিদের আশপাশ থেকে কেউ একটি বোমা ছুড়ে মারে বলে মনে হচ্ছে। বাসার ভেতরে সেটি বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে।ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।