রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে সোয়া লক্ষাধিক ইয়াবাসহ তিনজনকে আটক করার দাবি করেছে পুলিশ। এসময় একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে বলেও জানানো হয়।রোববার গভীর রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলেসোমবার সকালে পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।তবে আটকদের নাম-পরিচয় এবং আটক মাইক্রোবাসের নম্বর ও অভিযান বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার জানান, আটক তিনজন চিহ্নিত মাদক বিক্রেতা। তাদের কাছ থেকে এক লাখ ১৭ হাজার ইয়াবা পাওয়া গেছে।তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।