রাঙ্গামাটির বাঘাইছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা ইউপিডিএফ’র সদস্য বলে জানা যায়। সেনাবাহিনীর দাবি, নিহত সবাই সন্ত্রাসী গ্রুপের সদস্য। এ সময় এক সেনা সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছেন তারা। উপজেলার রূপকারী ইউনিয়নের দোখাইয়া নামক এলাকায় আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে।সেনাবাহিনী জানায়, অভিযানে সেখান থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।