নিজস্ব প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জে অবস্থিত ২৯ আনসার ব্যাটালিয়নের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে ২৯ ব্যাটালিয়নের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে মিলাদ মাহফিল, আনন্দ র্যালী, ক্রীড়া প্রতিযোগীতা, কেক কাটা, প্রীতিভোজ, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ব্যাটালিয়নের চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের পরিচালক ও রেঞ্জ কমান্ডার নির্মলেন্দু বিশ্বাস, উপ-পরিচালক আজিম উদ্দিন, আনসার ভিডিপি চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট ইয়াসিন আরাফাত, ১২ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক মোঃ কামারুজ্জামান, উপ-অধিনায়ক তানজিনা, ২৯ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক মোঃ সেলিমুজ্জামান, কোম্পানী অধিনায়ক মোহাম্মদ টিটুল মিয়া, ব্যাটালিয়ন কোয়ার্টার মাষ্টার মোঃ রোমান, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক মীরসরাই ব্রাঞ্চের ম্যানেজার খায়ের আহমেদ, জোরারগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সভাপতি প্রসার কান্তি বড়–য়া, সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁঞা, মীরসরাই সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজিব মজুমদার, মীরসরাই পল্লী বিদ্যুতের জুনিয়র ইঞ্জিনিয়ার শাহীনুল ইসলাম, জোরারগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মেজবা উল আলম বাবুল প্রমুখ।