Thursday, December 12Welcome khabarica24 Online

বারইয়ারহাটে বাধার মুখে মিছিল পন্ড : মীরসরাইয়ে হরতালের সমর্থনে পিকেটিং, ককটেল বিস্ফোরন

মীরসরাই প্রতিনিধি :

mir 27
চট্টগ্রামের মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে বিএনপি ও শিবিরের ব্যাপক পিকেটিং হয়। এছাড়া বারইয়াহাট বাজারে পুলিশি বাধার মুখে হরতালের সমর্থনে বিএনপির মিছিল পন্ড হয়ে যায়।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা  রবিবার ভোর থেকে মীরসরাই সদর, কমলদহ, মিঠাছরা ও বারইয়াহাটে  পক্ষে ব্যাপক পিকেটিং হয়। এসময় শিবির ও বিএনপি কর্মীরা বেশ কয়েকটি ট্রাক ভাংচুর করে এবং কমলদহ ও বারইয়াহাটে দফায় দফায় ককটেল বিস্ফোরন ঘটায়।  বারইয়াহাট পৌর বিএনপির আহবায়ক জসিম উদ্দিন ও সদস্য সচিব সম্পাদক দিদারুল আলম মিয়াজি এবং মাঈনুদ্দিন লিটনের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল লাঠিসোটা দিয়ে ধাওয়া করে পন্ড করে দেয়।

Leave a Reply