Saturday, February 8Welcome khabarica24 Online

মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় একজন নিহত

accident

নিজস্ব প্রতিনিধি ঃ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসাইয়ের মুমিনটোলা ইউ পয়েন্টে গতকাল সোমবার ভোর ৫টায় গামের্ন্টস’র পণ্যবাহী চট্টগ্রামমুখি (চট্টমেট্টো ট- ১১- ৩৯৩০) কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রন হারিয়ে সড়ক বিভাজকের উপরে উঠে যায়। এসময় গাড়িতে থাকা পণ্যের স্কোট (দেখভালকারী) কামাল হোসেন (৩০) ভয়ে গাড়ি থেকে রাস্তায় লাফ দিলে কাভার্ডভ্যানটি উল্টে কামাল হোসেনকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই কামাল হোসেন নিহত হয়। সে চাঁদপুর জেলার কচুয়া থানার চেঙ্গু গ্রামের আমির হোসেনের ছেলে বলে মিরসরাই থানার এসআই মুকিবুল হোসেন জানিয়েছেন, তিনি আরো বলেন, দূর্ঘটনাকবলিত যান ও লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের অভিভাবক এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হবে।