Saturday, February 8Welcome khabarica24 Online

বৃষ্টিতে চতুর্থ দিনের খেলাও অনিশ্চিত

mirpur_301720

 

বৃষ্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে। সকাল দেখে মনে হচ্ছিল আজ বুঝি নিস্তার মিলবে। কিন্তু হঠাৎ বৃষ্টিতে রোববার প্রথম সেশনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। কখন শুরু হবে, তা এখনি বলা যাচ্ছে না।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনমতে ওয়ানডে সিরিজটা শেষ করে নিতে পারলেও পুরো বর্ষার কবলে পড়েছে টেস্ট সিরিজ। বৃষ্টির কারণে তিনদিন খেলা হওয়ার পর ড্র হয়েছে চট্টগ্রাম টেস্ট। একই কারণে ভেসে যেতে বসেছে ঢাকা টেস্টও। দ্বিতীয় এবং তৃতীয় দিনের মত ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা নিয়েও দেখা দিয়েছে ঘোর সংশয়।বৃহস্পতিবার মিরপুরে টেস্টের প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে ভাল ইঙ্গিত দিতে পারেনি টাইগাররা। ২৪৬ রান তুলতে এদিন আট ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। টপ অর্ডারে প্রথম পাঁচজনের মধ্যে মুশফিকের সংগ্রহ সবচেয়ে বেশি, ৬৫। দ্বিতীয় সর্বোচ্চ মুমিনুল হকের, ৪০। ৩৫ করে করেছেন রিয়াদ এবং সাকিব। ৩০ ইমরুলের। সবাই শতাধিক বল খেলেছেন! মুশফিক তো দুইশর কাছাকাছি, ১৯০টি। এই পাঁচজনের একজন নিজের স্কোরটা বড়ো করতে পারলে, প্রথম দিনের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে থাকতো।বৃহস্পতিবার রাত থেকেই ঘুর্ণিঝড় কোমেন আঘাত হানতে থাকে উপকুলে। তীব্রতা অত বেশি না হলেও, কোমেনের প্রভাবে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। যা এখনও অব্যাহত রয়েছে। এ কারণে টেস্টের দ্বিতীয় এবং তৃতীয় দিন একটি বলও মাঠে গড়াতে পারেনি। এই দুই দিনের খেলা বাতিল বলে ঘোষণা করতে হয়।