নাশকতার মামলায় মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী জানান, ছয় মাসের বেশি সময় কারাভোগের পর কাশিমপুর কারাগার-২ থেকে শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি ছাড়া পান।গাজীপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. নাসির আহমেদ বলেন, জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে দুদুকে মুক্তি দেওয়া হয়।বিএনপির লাগাতার অবরোধের মধ্যে গত ১২ জানুয়ারি শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করে পুলিশ। এরপর নাশকতার ১৭টি মামলায় তাকে গেপ্তার দেখানো হয়।এর মধ্যে ৮টি মামলায় বিচারিক আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে যান দুদু। গত ৭ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ এসব মামলায় তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়।রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল বিভাগে গেলে সেখানেও দুদুর জামিন বহাল থাকায় শুক্রবার তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ।