খবরিকা ডেস্ক::চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের চার কর্মীসহ ১৮৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলা পুলিশের বিশেষ টিম এ সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে বন্দুক, কার্তুজ, ইয়াবা ও মদ উদ্ধার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাইমুল হাছান জানান, বিশেষ অভিযানে সাতকানিয়া, সীতাকুণ্ড ও মিরসরাইয়ের জোড়ারগঞ্জ থানা থেকে বিএনপি-শিবিরের চার কর্মীসহ ১৮৪ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে নিয়মিত মামলায় ২৩ জন এবং সাজা পরোয়ানামূলে রয়েছে ১৫৭ জন।
এছাড়া অভিযানে সাতকানিয়া থেকে একটি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ এবং চন্দনাইশ থেকে দুই হাজার পিস ইয়াবা ও ১০৮ লিটার মদ উদ্ধার করা হয়।