কবিতা আর গানে আরশীনগরে শীতকালীন কবিতা উৎসব অনুষ্ঠিত
খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :
কবি আসাদ চৌধুরীর কবিতা নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে’ আবৃত্তি দিয়ে শুরু হওয়া কবিতা আর গানে মীরসরাইয়ের আরশীনগর ফিউচার পার্কের বাউল মঞ্চে অনুষ্ঠিত হলো শীতকালীন কবিতা উৎসব।
বাচিক শিল্পী জারিন সুবহার কন্ঠে ’ রবীন্দ্রনাথের আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর’ । বাচিক শিল্পী শিমলা চৌধুরীর কন্ঠে রবীন্দ্রনাথের ’ আমারই চেুনার মূলে পান্না হলো সবুজ, চুনী উঠলো রাঙ্গা হয়ে’, খালেছা খানম এর স্বরচিত ’ ভালবাসার সিন্ধু তুমি’ আবৃত্তি শুনতেই উপস্থিত দর্শক শ্রোতা বিমুগ্ধতায় আনমনে হয়ে গিয়েছিল যেন।
যুগান্তর স্বজন সমাবেশ ও খবরিকার যৌথ উদ্যোগে শনিবার ( ১১ জানুয়ারী) দিনব্যাপী আয়োজিত উক্ত শীতকালীন কবিতা উৎসব কবি ও সাংবাদিক মাহবুব পলাশ এর সভাপতিত্বে এবং সাংবাদিক নাছির উদ্দিন ও সানোয়ার ইসলাম রনির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হি...