রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাই উপজেলা গণিত শিক্ষক পরিবারের মিলন মেলা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক :: শনিবার (২৫ ফেব্রয়ারী) উপজেলার মহামায়া ইকোপার্ক এ মীরসরাই উপজেলার স্কুল মাদ্রাসার গণিত শিক্ষকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রোগ্রাম সমন্বয়ক ও খইয়াছড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পলাশ চন্দ্র নাথের সঞ্চালনায় মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য সচিব সিনিয়র শিক্ষক ক্ষুদিরাম দাশ (বিশ্ব দরবার), বাবলু বাবলু কুমার ঘোষ (করেরহাট), মোঃ গোলাম আজম (মিঠানালা) মোঃ নঈম উদ্দিন (মিঠাছড়া), মোঃ নিজাম উদ্দীন (মহাজনহাট), মোস্তাফিজুর রহমান (আবুল কাসেম), শাহাদাত হোসেন( মাজহারুল হক), মাধব চন্দ্র পাল(করেরহাট অংকুরেরনেচ্ছা), খাইরুল আনাম(রেসিডেন্সিয়াল), জামাল উদ্দিন (এটি একাডেমি), সুব্রত দাশ(জোরারগঞ্জ), কামরুল হাসান(মলিয়াইশ), পলাশ কিশোর পাল (ওসমানপুর), মোঃ সিরাজুল ইসলাম (ফাতেমা গার্লস), মোঃ আবুল হোসেন (নাহেরপুর), রোজিনা আক্তার(মিঠাছড়া), মোঃ মেসকাত উদ্দিন (জোরারগঞ্জ), মোঃ মহরম আলী (আবুতোরাব), মোঃ আব্দুর রহমান (নিজামপুর মুসলিম), সাবিনা ইয়াছমিন, মোঃ এরশাদুল্লাহ (মীরসরাই লতিফিয়া), নজরুল ইসলাম (বাড়িয়াখালি), বিশ্বজিৎ নাথ (জেবি), উত্তম কুমার নাথ (সরকার হাট) সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গণিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এই মিলন মেলায় শুরুতেই জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় আলোচনা সভা এবং মিলন মেলায় অন্যতম আকর্ষণ ছিল শিক্ষকদের মন মাতানো গান, শিশু শিল্পীদের নৃত্য ও রাফেল ড্র। এরপর প্রকৃতি উপভোগের মাধ্যমে বেজে উঠে বিদায়ের সুর। এরই মধ্য দিয়ে ছোট পরিসরে, ভালোবাসার বন্ধন, হৃদয়ের সংস্পর্শ, একে অন্য ছাড়া, বড় রকমের ভরসার জায়গা এবং একটি প্লাটফর্ম তৈরি করলো গণিত পরিবার।