বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

শেখ হাসিনার সরকারই দেশ ও জনগনের কল্যাণের কথাই ভাবে আগামীতে ও ভাববে – ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন


নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ৪ নং ধূম ইউনিয়নের উদ্যোগে সংগ্রামী মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য প্রদানকালে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন অতীতের বেগম জিয়ার সরকার বা এরশাদ সরকার কখনোই জনগনের প্রকৃত উপকারের কথা ভাবে নাই। আজ শেখ হাসিনার সরকার সকল মানুষের কল্যান ও উন্নয়নের কথাই ভাবেন এবং ভেবেই যাবেন। তিনি বলেন এই সরকারই প্রতিটি মানুষের জন্য বয়স্ক ভাতা চালু করতে যাচ্ছে। এছাড়া যাঁরা সংগ্রামী ও পরিশ্রমি মানুষ তাদের পাশে সরকার এবং আওয়ামীলীগ আছে ও থাকবে। তিনি ২৩৫ জন বয়স্ক নারী পুরুষের ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন এবং অর্থশত নারী পুরুষের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করেন।

ধূম ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর ভূঞার সভাপতিত্বে রবিবার ( ২০ ফেব্রুয়ারী) দুপুর ১টায় ধূম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ¦ মহিউদ্দিন রাশেদ, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গির কবির চৌধুরী, সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন আক্রামী । আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, চেয়ারম্যান ফিরোজ উদ্দিন, চেয়ারম্যান এমরান উদ্দিন, চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জহিরুল ইসলাম ইরান, আনিছুর রহমান, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক শেখ সেলিম প্রমুখ।