সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ২ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

 শিক্ষক ও কবি পারভীন আকতার রাঙ্গুনিয়ার  সাহিত্যিক পরিষদ সম্মাননা লাভ

smart

নিজস্ব প্রতিনিধি :  গত  ৯ ডিসেম্বর ২০২২’  সাহিত্য সম্মাননা লাভ করেন শিক্ষক, কবি ও প্রাবন্ধিক পারভীন আকতার। উক্ত সম্মাননা স্মারক কবির হাতে সানন্দে তুলে দেন অত্র উপজেলার সুযোগ্য সুদক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আতাউল গণি ওসামানী। শিক্ষকতার পাশাপাশি তাঁর সাহিত্যজগতে বন্ধুর দীর্ঘ পথ চলার স্বীকৃতি স্বরূপ তিনি এই সম্মাননা পেয়েছেন। সাহিত্যের প্রতিটি স্তরে বিচরণ করছেন সমানতালে এই প্রথিতযশা লেখক। জীবনমুখী গল্প,কবিতা,উপন্যাস,শিশুতোষ নীতিকথার গল্প আর প্রবন্ধে তাঁর লিখনীর হাত সিদ্ধহস্ত। তিনি দেশ বিদেশের বিভিন্ন পত্রপত্রিকা, ম্যাগাজিন, জাতীয় ও আন্তর্জাতিক সাহিত্য অঙ্গনে নিভৃতে বিচরণ করছেন। ব্যক্তিজীবনে কবি প্রচারবিমুখ নিভৃতচারী বলেই হয়তো সমাজের কাছে তিনি অনেকটা পাখির চোখের মতো ক্ষুদ্রাকার মনে হয়। কিন্তু ভিতরে তাঁর বিশাল সাহিত্যের অতল প্রবাহ। তিনি ধীর পায়ে এগিয়ে যেতে পছন্দ করেন বিধায় হাঁকডাক সাড়াশব্দহীন থাকেন। তাঁকে চেনা যায় তাঁর লেখা বই ও পত্রিকা ম্যাগাজিনের ক্ষুরধার লেখনীতে।তিনি পাঠকের কাছে সমান জনপ্রিয় লেখক। নিয়মিত লেখেন স্যোসাল প্ল্যাটফর্মে। তিনি দেশ বিদেশেের অসংখ্য সাহিত্য সংগঠন ও পত্রিকা কর্তৃক সম্মাননা, পদক ও গোল্ড মেডেল  পেয়েছেন । তাঁর  সাফল্যের ঝুলিতে আছে  সাহিত্যরত্ন ও কাব্যরত্ম উপাধি। শিক্ষকতায় তিনি পেয়েছেন শ্রেষ্ঠ শিক্ষিকা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক। সম্প্রতি তিনি গ্রন্থ প্রণেতা হিসেবে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কর্তৃক মানবাধিকার সনদ লাভ করেন।