রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে ১৪টি কেন্দ্রে ১৪তম শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি সম্পন্ন


নিজস্ব প্রতিনিধি :: উৎসাহ উদ্দীপনা ও শৃঙ্খলার মধ্য দিয়ে মীরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১৪তম শিক্ষোন্নয়ন বৃত্তি সম্পন্ন হয়েছে। শুক্রবার ১১ নভেম্বর একযোগে ১৪টি কেন্দ্রে সকাল ১০ঘটিকা থেকে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয় মীরসরাই, সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার ২৭১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৭৪০জন শিক্ষার্থী অংশগ্রহণে। এতে ১ম শ্রেণির ২৯৪জন, ২য় শ্রেণির ৫২২জন, ৩য় শ্রেণির ৬৩৮জন, ৪র্থ শ্রেণির ৮৯২জন, ৫ম শ্রেণির ১০৫৭জন, ৬ষ্ঠ শ্রেণির ৬১৮জন, ৭ম শ্রেণির ৬২৪জন, ৮ম শ্রেণির ৬৫১জন, ৯ম শ্রেণির ৩২৬জন এবং ১০ম শ্রেণির ১১৮জনসহ সর্বমোট ৫৭৪১ জন ছাত্র-ছাত্রী উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে।


পরীক্ষা নিয়ন্ত্রক মীরসরাই কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আফছার এবং শান্তিনীড় সভাপতি ইঞ্জিঃ আশরাফ উদ্দিন সোহেলের সার্বিক তত্ত্বাবধায়নে বৃত্তির আহবায়ক রাঙ্গুনিয়া ডিগ্রী কলেজের প্রভাষক একরামুল হক ও সদস্য সচিব মোহাম্মদ আবু সায়েদসহ ১৪টি কেন্দ্রে আলাদা কেন্দ্র সচিব ও সহকারী কেন্দ্র সচিব এবং ২৪১জন হল পরিদর্শক এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক সদস্য পরীক্ষা গ্রহণের যাবতীয় দায়িত্ব পালন করেন। বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৭৫৮জন, কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মোঃ এনামুল হক, সহকারী সচিব সংগঠনের সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, মীরসরাই সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৭৪৮জন, কেন্দ্র সচিব হোসাইন সবুজ, সহকারী কেন্দ্র সচিব সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন, শিশু নিকেতনে মোট পরীক্ষার্থী ১০৬জন, কেন্দ্র সচিব সম্রাট দে, সহকারী সচিব সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শওকত হোসেন ও ইসমাঈল হোসেন খোকন, চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৪৮৯জন, কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মোঃ মোকাররম হোসেন চৌধুরী, সহকারী সচিব সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আরিফ ও আবু বক্কর ছিদ্দিক রিশাত, চিনকি আস্তানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১৮০জন, কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মোঃ সিরাজ উদ্দিন, সহকারী সচিব সংগঠনের তথ্যপ্রযুক্তি সম্পাদক ইয়াছিন শরীফ ও মোঃ জাকারিয়া আশিক, আল-হেরা স্কুল এন্ড কলেজে মোট পরীক্ষার্থী ৩০১জন, কেন্দ্র সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান, সহকারী সচিব সংগঠনের সাধারণ সম্পাদক মৃদুল চন্দ্র দাশ ও সাবেক মহিলা সম্পাদিকা খাদিজাতুল কোবরা লুবনা, বারইয়ারহাট কলেজে মোট পরীক্ষার্থী ৪৪২জন, কেন্দ্র সচিব অধ্যক্ষ মোঃ আলমগীর, সহকারী কেন্দ্র সচিব বৃত্তির যুগ্ম-আহবায়ক ফয়সাল ভূইয়া রাজীব, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান চৌধুরী ও আলী জাবের, মীরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ৬০৬জন, কেন্দ্র সচিব জিয়াউল হক, সহকারী সচিব বৃত্তির আহবায়ক একরামুল হক, মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৫৩৪জন, কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মোঃ আজিম উদ্দিন, সহকারী কেন্দ্র সচিব সংগঠনের ক্রীড়া সম্পাদক নুর-এ-জাহেদ ও দুস্থ-ত্রাণ সম্পাদক রায়হান চৌধুরী, বারইয়ারহাট পৌর বহুমূখী উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৪৫৫জন, কেন্দ্র সচিব অঞ্জন চক্রবর্ত্তী, সহকারী কেন্দ্র সচিব শ্যামল চন্দ্র নাথ ও জামাল উদ্দিন শাহীন, হিঙ্গুলী কদমতলা দাখিল মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ৩৪৫জন, কেন্দ্র সচিব মাওলানা বোরহান উদ্দিন, সহকারী কেন্দ্র সচিব সংগঠনের অর্থ সম্পাদক সবুজ সেন ও আবদুর রহমান বিশ্বাস, মারূফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ২৯৮জন, কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন, সহকারী কেন্দ্র মোঃ জিয়া উদ্দিন, সাইনিং স্কুল এন্ড কলেজে মোট পরীক্ষার্থী ৩০৭জন, কেন্দ্র সচিব অধ্যক্ষ ইমাম উদ্দিন, সহকারী কেন্দ্র সচিব সরোয়ার মাহবুব ও ফখরুল ইসলাম এবং এসএম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ২১৭জন, কেন্দ্র সচিব মাজহারুল হক এবং সহকারী কেন্দ্র সচিব সংগঠনের যুগ্ম-সম্পাদক শেখ কামরুল হাসান নিজামী পলাশ।

এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন, মীরসরাই উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) কায়সার খসরু, নোয়াখালী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ সাইফুর রহমান সুজন, টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, বারইয়ারহাট কলেজের প্রভাষক বোরহান উদ্দিন, নিজামপুর কলেজের প্রভাষক জসীম উদ্দিন, লায়ন্স ক্লাব অব চিটাগাং মীরসরাইয়ের পরিচালক লায়ন এজেড এম সাইফুল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম, নির্বাণ সংঘের সভাপতি তানভীর আহম্মদ, অভিযান ক্লাবের সহ-সভাপতি মোঃ শওকত, মধ্যম আমবাড়ীয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেন, দক্ষিণ আমবাড়ীয়া যুব সংঘের সম্পাদক শহীদুল ইসলাম, সাংবাদিক মাঈন উদ্দিন, আনোয়ার হোসেন, বাবলু দে, জাফর আহম্মদ, মোশাররফ হোসেন প্রমুখ।
অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহ :: জেবি শিশু কানন ও উচ্চ বিদ্যালয়(৩০০২), বারইয়ারহাট কিন্ডার গার্ডেন(৩০০৩), মারূফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়(৩০০৪), সাইনিং স্কুল এন্ড কলেজ(৩০৩০), আল-হেরা স্কুল এন্ড কলেজ(৩০০১), মিরসরাই এসএম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৯৪), করেরহাট এনবি শিশু একাডেমী(৩০০৫), মিরসরাই সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়(২০৩০), মাদবারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা(৭০১৩), এস রহমান আইডিয়াল স্কুল(৩০৪৫), নিজকুঞ্জরা কেজি আইডল স্কুল(৪০০৩), বিশ্বদরবার উচ্চ বিদ্যালয়(২০২৮), জামালপুর তালিমুল কুরআন একাডেমী(৩০০৭), নিজকুঞ্জরা সরকারী প্রাথমিক বিদ্যালয়(৪০১৯), ওয়াহেদুন্নেসা বেসরকারি উচ্চ বিদ্যালয়(২০২৩), মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসা(৭০৩১), ফারুকিয়া মদীনাতুল উলুম মাদ্রাসা(৭০৩৫), আবু তোরাব ফাজিল মাদ্রাসা(৭০২০), আল ফালাহ বিদ্যা নিকেতন(৪০৩৬), জোরারগঞ্জ আইডিয়াল একাডেমী(৩০১০), বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়(২০০৫), বামনসুন্দর আইডিয়াল স্কুল(৩০১২), গোলকেরহাট আইডিয়াল স্কুল(৩০৩৮), খোরশেদ আলম মেমোরিয়াল একাডেমী(৩০০৯), বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসা(৭০২১), চিনকি আস্তানা সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০১১), সাহেরখালী আইডিয়াল গ্রামার স্কুল(৩০২৫), নাহেরপুর রহমানিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা(৭০০৪), জামালপুর জিন্নতবিবি সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০১৬), জোরারগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০২৫), বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়(২০২৬), আবুতোরাব ভূঁইয়া একাডেমি(৩০৪৪), গোলকেরহাট পিএন গার্লস উচ্চ বিদ্যালয়(২০১০), মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয়(৪০০৪), মহাজনহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৪২), করেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০০৬), মিরসরাই কিন্ডারগার্টেন(৩০২৯), আবুতোরাব উচ্চ বিদ্যালয়(২০৩৭), আদর্শ শিশু নিকেতন-কেএম হাট ফরহাদনগর(৪০৫০), কমরআলী সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১৬২), গনিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসা(৭০০১), জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয়(২০১৭), মিঠানালা রামদয়াল উচ্চ বিদ্যালয়(২০২৫), সরকারহাট এনআর উচ্চ বিদ্যালয়(২০৪০), সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসা(৭০২৫), গোলকেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৩৪), খৈয়াছড়া আইডিয়াল কিন্ডারগার্টেন(৩০১৭), হাবিলদারবাসা ইউনাইটেড একাডেমি(৩০১১), আবুরহাট উচ্চ বিদ্যালয়(২০১৮), আহমদিয়া হাবিবিয়া গোনিয়া দাখিল মাদ্রাসা(৭০১৯), ছাগলনাইয়া একাডেমি(৪০০৭), মলিয়াইশ উচ্চ বিদ্যালয়(২০৩১), ঝুলনপুল বেনিমাধব উচ্চ বিদ্যালয়(২০১৯), মির্জাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১৭৫), পশ্চিম মায়ানী হাজীপাড়া নুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১৫২), মিঠানালা সুফিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১০৭), করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়(২০০৪), কমরআলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়(২০৪৬), বর্ণমালা একাডেমি(৩০১৪), মধ্য মঘাদিয়া কবির মেমোরিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৯৬), পশ্চিম অলিনগর আমজাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০০৪), শুভপুর আইডিয়াল একাডেমি(৪০১৮), পশ্চিম মায়ানী শহিদ কামাল উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১৪৮), মধ্য আজমনগর সরকার প্রাথমিক বিদ্যালয়(১০১৭), গনকছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০১৫), বারইয়ারহাট শিশু নিকেতন(৩০৩৬), ১৬৮নং গাছবাড়িয়া গরকারী প্রাথমিক বিদ্যালয়(১১৮০), মধ্য তালবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৯৭), গোপীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০২৬), দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়(৪০২১), মেহেরুননেছা ফয়েজ উচ্চ বিদ্যালয়(২০০৯), হাইতকান্দি উচ্চ বিদ্যালয়(২০৪৫), মহাজনহাট এফ.আর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ(২০০৮), মসজিদিয়া বজলুস ছোবহান উচ্চ বিদ্যালয়(২০৩৬), মস্তাননগর সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০২৮), নিজকুঞ্জরা উচ্চ বিদ্যালয়(৪০০১), অলিনগর লায়লা বেগম উচ্চ বিদ্যালয়(২০০২), শাহ কালা বিদ্যানিকেতন(৩০৩৩), মাজেদা হক উচ্চ বিদ্যালয়(২০৩৩), ৬১ নং গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৭৬), দক্ষিণ বল্লবপুর উচ্চ বিদ্যালয়(৪০০৫), দমদমা সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১৫৬), ধুমঘাট হাজী চান মিয়া উচ্চ বিদ্যালয়(২০০৬), জয়পুর পূর্ব জোয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০০৫), খৈয়াছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১৩৭), জয়পুর পূর্বজোয়ার আঙ্কুরেরনেছা উচ্চ বিদ্যালয়(২০০৩), হিঙ্গুলী কদমতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা(৭০০২), ইম্পেরিয়াল স্কুল এন্ড কলেজ(৪০১৭), দক্ষিণ আমবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১৩৮), উত্তর মোবারকঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৩৭), মধ্য মায়ানী সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১৩০), নিজকুঞ্জরা আদর্শ একাডেমী(৪০০২), উত্তর সোনাপাহাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০২২), আবুতোরাব সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১২৫), আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৪৭), বাইতুন নাজির একাডেমি(৩০০৬), আজমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০১২), ৬৩নং উত্তর দুর্গাপুর(১) সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৮৫), এমএ হায়দার প্রাথমিক বিদ্যালয়(৩০৩৫), সাহেরখালী উচ্চ বিদ্যালয়(২০৪৪), মলিয়াইশ সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১০৯), পূর্ব রাজানগর মারকাজুল উলুম মাদ্রাসা(৪০৫৩), মসজিদিয়া জব্বারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১৩৯), শুভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়(৪০৫৫), উত্তর আমবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১৪২), তেমুহানি সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৭৪), জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়(২০১২), আবুল কাশেম গার্লস উচ্চ বিদ্যালয়(২০৩৫), বারইয়ারহাট আইডিয়াল স্কুল(৩০৩৪), চিনতি আস্তানা উচ্চ বিদ্যালয়(২০০৭), কাজির তালুক সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১২০), খিলহিঙ্গুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০১৩), বিশ্বদরবার সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৯২), বেগম নুরনাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়(১১৪৭), বাহার চৌধুরী নুরিয়া দাখিল মাদ্রাসা(৭০২৪), পুর্ব পরগালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০২০), শাহ আব্দুল মজিদ প্রাথমিক বিদ্যালয়(১১৫৪), মিঠানালা সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১০০), পূর্ব হিঙ্গুলী মোহাম্মদিয়া কমপ্লেক্স(৩০১৯), ছাগলনাইয়া প্রি-ক্যাডেট(৪০১০), কচুয়া মোসলেমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১৩৩), হাসিমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১১৯), পশ্চিম অলিনগর বিএমকে সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০০৭), পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়(২০৩৮), মঘাদিয়া আঙ্কুমেনেসা সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১১৮), মোল্লাপাড়া হক সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১২৯), নিশ্চিন্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১৪০), সালমা ইসলাম চৌধুরী স্কুল এন্ড কলেজ(৩০৩২), সৈয়দুল হক উচ্চ বিদ্যালয়(২০২২), উত্তর ধুম দৌলত বিবি সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৩৫), উত্তর মঘাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১১২), ছাগলনাইয়া মডেল স্কুল এন্ড কলেজ(৪০১৬), ইমামপুর রহিমেন্নেসা সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০২৪), দক্ষিণ সোনাপাহাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০২৯), বদিউল আলম মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ(৮০১০), আবুরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৫৪), ছাগলনাইয়া ডিজিটাল স্কুল(৪০৩৭), সরকারহাট সরকার প্রাথমিক বিদ্যালয়(১১৬৯), পশ্চিম পরগালপুর সরকার প্রাথমিক বিদ্যালয়(১০২১), সুফিয়া মাধ্যমিক স্কুল(২০৩২), উত্তর তালবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৯০), আলোকদিয়া তালিমুল কুরআন নুরানী মাদ্রাসা(৪০৪৩), জনার্দ্দনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৭৮), হাজী বদিউল আলম সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১০২), দুয়ারু সরকারি প্রাথমিক বিদ্যালয়(১১৪৬), দক্ষিণ নাহেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৪৫), পূর্ব সহেরখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১৮৩), পশ্চিম জোয়ার রশিদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০০১), পদুয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়(১১৭৯), ওএস পাবলিক স্কুল(৩০৪১), এটি একাডেমি(৩০২৭), ২৬ নং দক্ষিণ মোবারকঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৩৬), দুর্গাপুর এনসি সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৮১), কিছমত জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয়(১১২৩), মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়(২০২৯), খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়(২০২০), ১১৪নং সৈদালী সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১৪৩), ডোমখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১৮৫), রহমাতাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১০৫), নিজামপুর মুসলিম উচ্চ বিদ্যালয়(২০৪১), সানফ্লাওয়ার গ্রামার স্কুল(৩০১৩), তেতৈায়া নবোতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৬৯), পোলমোগরা সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১৩৬), ওসমানপুর উচ্চ বিদ্যালয়(২০১৪), মলিয়াইশ রহমানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১১০), দক্ষিণ বল্লবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়(৪০০৬), আবুতোরাব এসএম সরকার প্রাথমিক বিদ্যালয়(১১২৬), ৬৪ নং হাজিশ্বরাই সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৭৭), পশ্চিম অলিনগর মজুমদার সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০০৮), নাহেরপুর উচ্চ বিদ্যালয়(২০১১), সামসুন নাহার নূন স্কুল এন্ড কলেজ(৩০৪৩), উত্তর নাহেরপুর গরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৪১), দক্ষিণ ওয়াহেদপুর হাজী এবাদুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১৯২), বাঁশখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৪৮), গজারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১৮২), ছাগলনাইয়া পাইলট বালক উচ্চ বিদ্যালয়(৪০০৮), ছত্তরুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০০৩), বামনসুন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৬৬), ইউনিভার্সিটি কোয়ালিটি স্কুল(৪০১৫), জাফরাবাদ উচ্চ বিদ্যালয়(২০৪২), মঘাদিয়া এনসি সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১১৭), পূর্ব মায়ানী জান মিয়া ভূঁইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১৩১), পূর্ব আজমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০১৮), পশ্চিম জোয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০০২), মসজিদিয়া ভূইয়াপাড়া সরকারীী প্রাথমিক বিদ্যালয়(১১৪১), শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজ(৪০৩১), দুর্গাপুর সিঙ্গানোগর সরকারী প্রাথমিক বিদ্যালয়(৪০২৯), হিঙ্গুলী মানবিবি সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০১৪), ঝুলনপুল সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৫৮), হাবিব উল্লাহ খান উচ্চ বিদ্যালয়(৪০২৪), চট্টগ্রাম আইডিয়াল উচ্চ বিদ্যালয়(৬০০৭), দক্ষিণ ওয়াহেদপুর মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়(১১৮১), বারইয়ারহাট উম্মাহুল মুমিনীন(রাঃ মাদ্রাসা(৭০৪১), শাহ অলিউল্লাহ ইনস্টিটিউট(৬০১৫), তিনঘরিয়াটোলা আবু তাহের সরকারি প্রাথমিক বিদ্যালয়(১১১১), দক্ষিণ লাঙ্গলমোরা সরকারী প্রাথমিক বিদ্যালয়(৪০৪৭), ওয়াহেদুন্নেসা সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৭৫), উত্তর দুর্গাপুর-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৮৪), মৌলভী নজির আহমেদ আদর্শ দাখিল মাদ্রাসা(৭০০৬), মধ্যম মিঠানালা সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১০১), মঘাদিয়া ইউনিয়ন সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১৩২), মিঠাছড়া আইডিয়াল একাডেমী(৩০২৪), পশ্চিম হাইতকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১৬৬), নৈরাশপুর গরকারী প্রাথমিক বিদ্যালয়-কেএমহাট ফরহাদনগর(৪০৫১), নুরানী তালিমুল কুরআন মাদ্রাসা মিরসরাই(৭০৪২), নিজকুঞ্জরা ফাজিল ডিগ্রি মাদ্রাসা(৪০৪৬), ওসমানপুর গরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৫১), পশ্চিম ইছাখালী সাকারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৬০), পিটিআই স্কুল-ফেনী(৪০৫৬), পূর্ব হাইতকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১৫৯), পূর্ব মায়ানী সহিদ আবুল কালাম সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১৫০), রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়(৬০০২), রায়পুর কলোনি টিলা প্রাথমিক বিদ্যালয়(১০৮০), রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়(৮০০৩), মধ্য ডোমখালী নাজিরপাড়া প্রাথমিক বিদ্যালয়(১১৮৮), মঘাদিয়া অর্ফানেজ নুরুল আফসার উচ্চ বিদ্যালয়(২০৩৯), মরগাং সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৪৯), মহানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়(৫০১২), মহানগর মীর সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়(৫০১৩), মুরাদপুর ফাতেমা সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৭২), মুরারিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৭৯), নাসিরাবাদ সরকারী উচ্চ বিদ্যালয়(৬০১১), উত্তর ফাজিলপুর গরকারী প্রাথমিক বিদ্যালয়(৪০৪৫), উত্তর কাটাছড়া গরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৭৩), জাফরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১৭৪), সীতাকুন্ড আলিয়া কামিল মাদ্রাসা(৫০০৩), সীতাকুন্ড বালিকা উচ্চ বিদ্যালয়(৫০১০), সীতাকুন্ড আদর্শ সরকারী উচ্চ বিদ্যালয়(৫০০১), সীতাকুন্ড থানা সরকারী প্রাথমিক বিদ্যালয়(৫০০৬), তরুবালা মনোদা সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১৭০), সানফ্লাওয়ার প্রিপারেটরি স্কুল-হাটহাজারী(৬০১৬), সুনিমিজিরটেক রেজি. প্রাথমিক বিদ্যালয়(১০৬৩), শান্তিনিকেতন ইনস্টিটিউট(৩০৪৬), শাহ কালা উচ্চ বিদ্যালয়(২০৪৭), শান্তিরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসা(৭০০৩), এসটি মারিস স্কুল(৬০০৮), সফিউল্লাহ প্রাথমিক বিদ্যালয়(১১২৪), বড়দারোগাহাট জে.কে.শিশু নিকেতন(৩০৫৫), বগাচতর সরকারী প্রাথমিক বিদ্যালয়(৫০০৭), ছোট কমলদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১৭২), ধুম আমান উল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৩৮), চট্টগ্রাম কলেজিয়েট স্কুল(৬০১৭), চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ(৬০১০), চাইল্ড কেয়ার ইন্টারন্যাশনাল(৩০৪০), আলোর দ্যুতি প্রাথমিক বিদ্যালয়(৬০১৪), অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়(৮০০৭), ৭০ নং উত্তর হাজীশ্বরাই প্রাথমিক বিদ্যালয়(১০৩০), ৭৪ নং মিঠাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়(১০৮৯), আদর্শ নুরানী হাফিজিয়া মাদ্রাসা-কেএমহাট ফরহাদনগর(৪০৫২), ফাজিলপুর ডবিøউবি কাদেরী উচ্চ বিদ্যালয়(৪০২৫), ফেনি গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুল(৪০৩২), ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়(৪০২৬), ফেনী জামিয়াতুল ফালাহিয়া মাদ্রাসা(৭০৫০), ফেনী মডেল দাখিল মাদ্রাসা(৪০৫৭), ফেনী পরীক্ষণ প্রাথমিক বিদ্যালয়(১১৯৫), ফেনী-পাঞ্জেরী ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ(৪০৪৮), ফেনী-বঙ্গবীর ওসমানী সরকারী প্রাথমিক বিদ্যালয়(৪০৪৯), গাজীটোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১২২), গভানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়(১১৯১), জেকে একাডেমি(৩০৩১), হলি ক্রস গার্লস উচ্চ বিদ্যালয়(৮০০৬), কে.এম হাট আদর্শ উচ্চ বিদ্যালয়(৪০৪৪), মধ্য বগাচতর সরকারী প্রাথমিক বিদ্যালয়(৫০০৯), খাগড়াছড়ি সরকারী গার্লস উচ্চ বিদ্যালয়(৮০০৫), খাজা আজমির উচ্চ বিদ্যালয় সিটিজি(৬০০৫), জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়(২০১৩), করৈয়া উচ্চ বিদ্যালয়(৪০৫৪)। উল্লেখ্য, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে অন্যান্য চলমান সামাজিক কার্যক্রমের পাশাপাশি ২০০৭ সাল থেকে শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি কার্যক্রম টানা ১৪বছর অত্যন্ত দক্ষতা ও সফলতার সহিত সম্পন্ন হয়ে আসছে।