রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মীরসরাইয়ে জালনোট প্রচলন প্রতিরোধ জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ


নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ব্যাংক এর সার্বিক সহযোগিতায় অগ্রণী ব্যাংক এর আয়োজনে ‘জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক  শিরোনামে এক ওয়ার্কশপ সোমবার ( ৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম সার্কেল এর মহাব্যবস্থাপক মো: আবু হাসান তালুকদার এর সভাপতিত্বে, ব্যবস্থাপক সুপন পাল এর সঞ্চালনায় উক্ত কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক এর যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম, যুগ্ম ব্যবস্থাপক মো: মহসিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, এএসপি সার্কেল মনিরুল ইসলাম এর প্রতিনিধি হাসান মাহমুদুল কবির। স্বাগত বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক মীরসরাই শাখার ব্যবস্থাপক মো: তৌহিদুল হাসান। বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মীরসরাই শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ ছাবেরুল করিম ও জনতা ব্যাংক লিমিটেড মীরসরাই শাখার ব্যবস্থাপক জনাব শফিকুর রেজা আহম প্রমুখ। অনুষ্ঠানে  সার্বিক সহযোগীতায় ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড, চট্টগ্রাম উত্তর আঞ্চলিক কার্যালয় এর অঞ্চল প্রধান ও ডিজিএম অজয় কুমার চৌধুরী।  কর্মশালায় বিভিন্ন পেশা শ্রেণীর ব্যক্তিবর্গ, ব্যাংকারগন ও গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন তাঁর বক্তব্যে জালনোট প্রচলন প্রতিরোধে ইউনিয়ন ও পৌরসভার তৃণমূল পর্যায়ে এমন সচেতনতা ওয়ার্কশপ করার উপর গুরুত্ব আরোপ করেন।