শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

মনের মানুষ : হামিমা জামিল রুমা

কখনো মানুষ যে আপন হয়ে রয়
কখনো সে ভুল বুঝে দূরে সরে যায়
কখনো সে আপন হয়ে বুকে টেনে নেয়
কখনো আবার সে অভিমানে হয় স্বার্থপর।
কখনো সে মনগড়া কষ্টে বুক ভাসিয়ে দেয়
কখনো আবার সে ভালোবেসে মনটাকে স্থির করে দেয়,
কখনো যেনো সে ভুলে যায় কষ্টের কাহিনী
কখনো যেনো সে হয়ে যায় মনটার অধিকারীনি।
কখনো যেনো সে বন্ধু হয়ে আসে মনের আয়নায়
কখনো তা হয়ে উঠে ছলনাময়ী মিথ্যা অভিনয়।
কখনোবা আবার সে হয়ে উঠে অতুল ভালোবাসার ঢেউ
কখনো সে করে উঠে মনভাঙার সেই নিষ্ঠুর ঝংকার
কখনো তা হয়ে রয় ভালোবাসার নিষ্ঠুর আহবান।
সে আর কেউ নয় মনের কাছের মানুষটি সেই।।